HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের অসুস্থ নারীকে বাংলাদেশি দাবি করে অর্থ সাহায্যের আবেদন

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের অসুস্থ নারী কাজল চৌক্সির ছবিকে বাংলাদেশী নারীর বলে দাবি করে অর্থসাহায্যের আবেদন করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 12 Oct 2022 1:43 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একজন অসুস্থ নারীর কয়েকটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ওই নারী ক্যান্সারে আক্রান্ত। ঢাকার সাভারে বসবাসরত ওই নারীর স্বামীর নাম মো. রাসেল আহমেদ। ওই নারীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্যও আবেদন করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ৪ অক্টোবর "🌸Islamic world🌸" নামে একটি পাবলিক গ্রুপে "শিমলা সুলতানা" নামের একটি আইডি থেকে কয়েকটি পোস্ট করে লেখা হয়, "... প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন আমার স্ত্রীর চিকিৎসা করাতে। এখন আমি কোথায় যাব, সামান্য কিছু টাকা বেতন পাই । একটু দয়া করুন, চির কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। আমার নাম রাসেল আহমেদ ঢাকা সাভার আল মুসলিম গ্রুপে চাকরি করি।...." এছাড়াও ওই পোস্টগুলোতে মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও বিকাশের নম্বর যুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন---


ফেসবুক পোস্টে যুক্ত থাকা ছবিগুলো দেখুন আলাদাভাবে---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ছবির নারীর নাম কাজল লোকেশ চৌক্সি, ভারতের নাগরিক ওই নারী Cervical Chordoma ও গলার টিউমারে আক্রান্ত।

রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো ভারতের দুস্থ অসহায় মানুষের জন্য অর্থ সাহায্য উত্তোলনকারী 'ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম' ''ইমপ্যাক্ট গুরু''-র ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যায়, যা গত ৬ সেপ্টেম্বর পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটি থেকে জানা যায়, ভারতের বাসিন্দা কাজল নামের ওই নারী Cervical Chordoma এবং গলার টিউমারে আক্রান্ত। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


ফেসবুক পোস্টের সূত্র ধরে সার্চ করে ইমপ্যাক্ট গুরুর টুইটার একাউন্টেও আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়। ওই পোস্ট থেকেও জানা যায়, কাজল নামের ওই নারী Cervical Chordoma এবং গলার টিউমারে আক্রান্ত। টুইটার পোস্টটি দেখুন--

তবে, ইমপ্যাক্ট গুরুর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, কাজল চৌক্সি নামের ওই নারীর চিকিৎসার জন্য অর্থ উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে

আবার, ভারতেরই আরেকটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম 'কিটো'-র ওয়েবসাইটে গিয়ে ওই একই নারীর জন্যে অর্থসাহায্যের আবেদন নিয়ে "My Wife Is Fighting For Her Life And We Need Your Support To Save Her" শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধটি থেকে জানা যায়, কাজল লোকেশ চৌক্সি নামের ওই নারী ভারতের চেন্নাইয়ের এপোলো প্রোটন ক্যান্সার হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকার প্রয়োজন। তবে, কিটোর ওয়েবসাইটে গিয়েও দেখা গেছে যে, ওই নারীর চিকিৎসার জন্য অর্থসংগ্রহের কাজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থ্যাৎ ভারতের অসুস্থ নারী কাজল লোকেশ চৌক্সির ছবিকে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশের এক নারীর বলে দাবি করা হচ্ছে। এদিকে ভাইরাল পোস্টে সাহায্য চেয়ে দেয়া বিকাশ ও নগদ নম্বরে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

সুতরাং ভারতের এক নারীর ছবি দিয়ে বাংলাদেশের নারী দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

Related Stories