সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ ও গ্রুপে সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ এর একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, নির্বাচনে হেরে যাওয়ার পর কান্নাকাটি করছেন তিনি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল ৮ জানুয়ারি 'Ahmed Emon official' নামের একটি ফেসবুক পেজ থেকে "নির্বাচন এ হে:রে গিয়ে কি করলো মমতাজ 😱 Momotaz" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মমতাজের প্রচারিত ভিডিওটি নির্বাচনে হেরে যাওয়ার পরের নয় বরং নির্বাচনী প্রচার-প্রচারণার সময়ের।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'একাত্তর টেলিভিশনের' ফেসবুক পেজে গত ৮ তারিখ "ভোটে হেরে কেঁদে বুক ভাসাচ্ছেন মমতাজ ? জানুন আসল ঘটনা !" (সংক্ষেপিত) ক্যাপশন সহ একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের সাথে উল্লেখ করা হয়, "আদতে ভোটে হেরে নয়, নির্বাচনের আগেই এক নির্বাচনী সভায় কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। কিন্তু- ভোটে হেরে কাঁদছেন মমতাজ- এমন শিরোনামে ভাইরাল হয়েছে ভিডিওটি। অর্থ্যাৎ- ঘটনাটি সত্য নয়।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, সামাজিক মাধ্যম ফেসবুকে 'Badal Hossain' নামের ফেসবুক পেজে গত ৫ জানুয়ারি "নির্বাচনীয় প্রচারণার বিদায়ী ভাষনে কাঁদলেন মমতাজ" শিরোনামে প্রকাশিত আলোচ্য ভিডিওটির ক্লোজ ভার্সন সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ভিডিওতে মমতাজকে একই পোশাক, তার পেছনের লোক ও একই বক্তব্য দিতে দেখা যায়। ভিডিও সহ পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মমতাজের কান্নার এই ভিডিওটি নির্বাচনে ফলাফলের পরের নয় বরং নির্বাচনী প্রচার-প্রচারণার সময়ের।
সুতরাং সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার সময়ে দেয়া আবেগঘন এক বক্তব্যের ভিডিও পোস্ট করে, ভোটে হেরে মমতাজ কান্না করছেন বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।