সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে মারা গেছেন এই কথাটি সত্য নয়। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
১৪ ঘন্টা আগে 'Sanarbangla Sports' নামে একটি ফেসবুক পেজে অখ্যাত একটি অনলাইন পোর্টারের লিংক পোস্ট করে বলা হচ্ছে, "অবাক হলেও সত্যঃ 'পেলে নেই, এই খবর সত্য নয়'"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ স্পষ্টতই ওই পোস্টে দাবি করা হচ্ছে, পেলের মৃত্যুর খবরটি সত্য নয় অর্থ্যাৎ পেলে মারা যাননি।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয় বরং গত ২৯শে ডিসেম্বর কিংবদন্তী ফুটবলার পেলে মারা গেছেন। পোস্টটির ক্যাপশনে পেলের মৃত্যুর খবরটি মিথ্যা দাবি করা হলেও পোস্টের সাথে যুক্ত সংবাদের বিষয়বস্তুতে এরকম তথ্যের উল্লেখ নেই।
পোস্টের সাথে যুক্ত খবরের লিংকে ঢুকে দেখা যায়, গত ৩০ ডিসেম্বর 'sanarbangla.com' নামে একটি অখ্যাত পোর্টালে "অবাক হলেও সত্যঃ 'পেলে নেই, এই খবর সত্য নয়'" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "সবাইকে কাঁদিয়ে অসীমের পথে যাত্রা করেছেন ফুটবলের রাজা। এখনও সেই খবর যেন বিশ্বাস হচ্ছে না কাফুর।" তবে, ওই সংবাদের ভিতরে কোথাও পেলের মৃত্যু না হওয়ার তথ্য দেওয়া হয়নি। মূলত, ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলের মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার দেশেরই আরেক তারকা ফুটবলার মার্কোস এভানজেলিস্তা ডি মোরায়েস যিনি কাফু নামেই সমধিক পরিচিত। স্ক্রিনশট দেখুন--
এদিকে, অনুসন্ধানে রয়টার্সের ওয়েবসাইটে গত ৩০ ডিসেম্বর "Soccer-Brazil reacts to Pele's death" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পেলের মৃত্যুতে শোকবার্তা দিতে দেখা যায়। এছাড়াও, ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন পেলে। স্ক্রিনশট দেখুন--
আরো অনুসন্ধান করে ভারতীয় ওয়েবসাইট townpost.in-এ গত ৩০ ডিসেম্বর 'Cafu-Romarios cannot accept Pele's death' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাজিলিয়ান ফুটবলার কাফু পেলের মৃত্যুতে লিখেছেন, "আমার মনে হয় পেলের মৃত্যুর খবর সঠিক নয়। তার মৃত্যু নেই। আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না। ফুটবলের রাজা তিনি। যে সবার থেকে আলাদা। একটু বিশ্রামে গেলেন পেলে। তার সব লক্ষ্য চিরন্তন। তিনি আমাদের সকলের জন্য একজন রোল মডেল যারা ফুটবল – পেশাদার ফুটবল খেলেছেন ক্যারিয়ার হিসেবে।" (অনূদিত)। স্ক্রিনশট দেখুন--
মূলত এই বক্তব্যের মধ্যদিয়ে কাফু বলতে চেয়েছেন, পেলে তাঁর কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন। কাফুর এই বক্তব্যেকে ভুলভাবে শিরোনাম দিয়ে প্রচার করা হচ্ছে।
অর্থ্যাৎ ব্রাজিলিয়ান ফুটবলার পেলের মৃত্যুকে মেনে নিতে না পারা নিয়ে ফুটবলার কাফুর করা উক্তিকে ভুলভাবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।