সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে 'সুখবরঃ খুলে দেয়া হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান' এবং 'সুখবরঃ অপেক্ষা শেষ, মার্চে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান' শিরোনামে কিছু পোস্ট ছড়ানো হচ্ছে। বিভিন্ন অনলাইন পোর্টালের বরাতে এসব খবরের লিঙ্ক সংযুক্ত করে পোস্ট দেয়া হচ্ছে। এরকম খবর দেখুন এখানে, এখানে ও এখানে।
তাছাড়া মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত কোন নির্দেশনা শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসেছে বলে কোন খবর মূলধারার কোন সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
গত ১১ ফেব্রুয়ারীর বণিকবার্তার একটি খবর অনুযায়ী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যত দ্রুত সম্ভব সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানালেও কবে খোলা হবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি।