সামাজিক মাধ্যমে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমার বরাতে একটি খবর ভাইরাল হয়েছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ৮ এপ্রিল 'News Live বড়' নামের পেইজ থেকে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল, 'একটা ছেলে ৪টা বিয়ে করতে পারলে আমরা মেয়েরা কেনো পারবো না: তামিমা'। অর্থাৎ ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির একটি বক্তব্যকে খবরটিতে ব্যবহার করা হয়েছে। দেখুন স্ক্রিনশট--
বিস্তারিত খবরটির আর্কাইভ ভার্সন পড়তে ক্লিক করুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এই খবরটি বিভ্রান্তিকর।
উক্ত খবরটির বিস্তারিত অংশে ক্লিক করলে দেখা যায়, তামিমার এমন কোনো বক্তব্যই ভেতরে নেই। বরং সেখানে কেবল তামিমার সাবেক স্বামী রাকিবের একটি আংশিক বক্তব্য পাওয়া যায়। সেখানে রাকিব বলেন, ডিভোর্সের কোনো কপি আমি পাইনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তামিমা'কে জীবনে আর ফেরত চাই না। এ ব্যাপারে জাগোনিউজের একটি খবর পড়ুন নিচে--
এরপরেই উক্ত খবরটির পরবর্তী অংশে আরেকটি ভিন্ন খবর যুক্ত করা হয়েছে যা তামিমা-নাসিরের বিয়ের ঘটনার সাথে একেবারেই সম্পর্কহীন।
এছাড়া তামিমার মেয়েদের চারটি বিবাহের দাবির বক্তব্যটি কোনো মূলধারার সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং অসম্পূর্ণ খবরের সাথে শিরোনামের মিল না থাকায় খবরটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।