সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়ানো হচ্ছে যেখানে ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক এক ব্যক্তির হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে তার নাম সাইফুল বলে দাবি করা হচ্ছে। এর সাথে আরো কিছু তথ্য দেয়া হচ্ছে যা মূলধারার কোন সংবাদমাধ্যমে আসেনি। তথ্যগুলো দেখে স্যাটায়ার প্রকৃতির মনে হলেও সেখানে স্যাটায়ারধর্মী কোন ডিসক্লেইমার দেয়া নেই, আবার এগুলোর কোন সঠিক সূত্রও উল্লেখ করা নেই।
আরো একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
সুতরাং পুলিশের হাতে আটক একজনের ছবিকে ভিন্ন কারো নাম দিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর।