HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অভিনেতা মিস্টার বিন অসুস্থ ও শয্যাশায়ী নন

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান এটকিনসনের নয়, সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By - Ummay Ammara Eva | 12 July 2024 7:36 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একজন শয্যাশায়ী মুমূর্ষু ব্যক্তির ছবি শেয়ার করে ছবিটি মিস্টার বিন খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান এটকিনসনের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ৫ জুলাই 'Khadija Sheikh' নামে একটি ফেসবুক একাউন্টে মিস্টার বিন খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান এটকিনসনের একটি ছবি এবং অসুস্থ শয্যাশায়ী এক ব্যক্তির ছবি পাশাপাশি পোস্ট করে বলা হয়, "Our Legend getting older!🥺"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ বলা হচ্ছে, বাম পাশের ছবিটি মিস্টার বিনের ১৯৯০ সালে তোলা এবং ডান পাশের ছবিটি তারই যা ২০২৪ সালে তোলা হয়েছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান এটকিনসন অসুস্থ ও শয্যাশায়ী নন বরং গত ৮ জুলাই একটি গাড়ির রেসে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। সেখানে তাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখা যায়।

রোয়ান এটকিনসনের সাম্প্রতিক অবস্থা জানতে কি-ওয়ার্ড সার্চ করে গত ৭ জুলাই "SILVERSTONE RACE ZONE: 60,000 camp out under the rainy sky before Lewis Hamilton's historic win, Rowan Atkinson mingles with racing royalty and Stuart Broad enjoys the action with former Ashes rival Pat Cummins" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, সিলভারস্টোন রেস জোনে রোয়ান এটকিনসনকে উপস্থিত থাকতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--


উক্ত প্রতিবেদনে মিস্টার বিন বা রোয়ান এটকিনসনের ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতে তাকে সুস্থভাবে কথোপকথনে অংশ নিতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে যুক্তরাজ্যিভিত্তিক গণমাধ্যম দি স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটেও গত ৭ জুলাই "Sir Brian May among stars watching as Lewis Hamilton wins British Grand Prix" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই সংবাদ খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট এলামিতে গত ৭ জুলাই ধারণকৃত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটিতে বলা হয়েছে, গত ৭ জুলাই গ্রেট ব্রিটেনের সিল্ভারস্টোনে রোয়ান এটকিনসনের ওই ছবিটি ধারণ করা হয়। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও সিল্ভারস্টোনের ওই রেস প্রতিযোগিতায় উপস্থিত থেকে রোয়ান এটকিনসনের সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন--


অর্থাৎ ব্রিটিশ অভিনেতা রোয়ান এটকিনসন বর্তমানে অসুস্থ ও শয্যাশায়ী থাকার দাবিটি সঠিক নয়। তবে, আলোচ্য ছবিটি কার বা কোথায় ধারণ করা হয়েছে তা যাচাই করে উল্লেখযোগ্য তথ্য পায়নি বুম বাংলাদেশ।

সুতরাং মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান এটকিনসনের অসুস্থ ও শয্যাশায়ী থাকার যে দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর।

Related Stories