সামাজিক মাধ্যমে একটি খবর একাধিক অনলাইন পোর্টালের বরাতে দেখা যাচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, "করোনা টিকা নেয়ায় মুখ বাকা হয়ে গেছে অনেক ইসরাইলীর"। । দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
Insaf24.com নামক একটি পেইজ থেকে গত ২০ জানুয়ারি একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, "করোনা টিকা নেওয়ার পর মুখ বাঁকা হয়ে গেছে অনেক ইসরাইলীর"। দেখুন খবরটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, উক্ত খবরটি বিভ্রান্তিকর। প্রথমত, খবরটির শিরোনামে দাবি করা হয়েছে, ভ্যাকসিন গ্রহণের ফলে অনেক ইসরায়েলী নাগরিকের মুখ বাকা অর্থাৎ ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে। এছাড়া খবরটির বিস্তারিত অংশে বলা হয়েছে ১৩ জন এ ধরণের পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন। কিন্তু জেরুজালেম পোস্টের একটি খবর থেকে জানা যায়, মোট ভ্যাকসিন গ্রহীতা ছিল ২০ লাখ এবং সে ২০ লাখের মধ্যে ১৩ জনের এ ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। ফলে ১৩ জনের পার্শ্বপ্রতিক্রিয়ার বিপরীতে ২০ লাখ ভ্যাকসিন গ্রহণ করেছেন, এ তথ্যটি সম্পূর্ণভাবে উল্লেখ না করলে পাঠক বিভ্রান্ত হতে পারে। এছাড়া সংশ্লিষ্ট চিকিৎসক উক্ত ১৩ জনের আক্রান্ত হওয়ার বিষয়টিকে "রেয়ার" বা "বিরল" বলেও মন্তব্য করেছেন।
দ্বিতীয়ত, ইনসাফ অনলাইনের খবরটির শেষের অংশে দাবি করা হয়, "নরওয়েতে ফাইরাজের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যর ঘটনার পর এমন খবর এলো। এনিয়ে নরওয়ের কর্মকর্তারা জানিয়েছিল, মারা যাওয়াদের সবার বয়স ৮০ বছরের বেশি।"
কিন্তু সিবিএস নিউজের একটি খবরমতে, ভ্যাকসিনের সাথে নরওয়েতে ঘটে যাওয়া মৃত্যুর কোনো সম্পর্ক নেই। নরওয়ের মেডিসিন এজেন্সী সিবিএসকে জানায়, এ সকল রোগীর মৃত্যু মূলত তাদের নিজস্ব শারিরীক রোগের কারণে হয়েছে। তবে ডাক্তারদের নির্দেশনা দেয়া হয়েছে, বয়স্ক রোগীদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে তাদের সামগ্রিক স্বাস্থ্যগত সামর্থ্যকে আমলে নেয়া। দেখুন সেই খবরের স্ক্রিনশট--
অর্থাৎ উক্ত খবরটিতে শিরোনামসহ একাধিক বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে।