'গ্রেপ্তারের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন নাসির তামিমা' শিরোনামে একটি পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। ফেসবুকে বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে করা পোস্টগুলোর সাথে একই শিরোনামের বিভিন্ন অনলাইন পোর্টালের খবরের লিঙ্ক সংযুক্ত করা আছে। এরকম কিছু খবর দেখুন এখানে ও এখানে।
আরেকটি আর্কাইভ করা ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে যেসকল পোর্টালে ক্রিকেটার নাসির ও তার নববিবাহিত স্ত্রী তামিমা সুলতানাকে নিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে সেগুলোর কোনটাতেই মূল খবরে তাদের দুজনের দেশ ত্যাগের কোন তথ্য নেই। বরং সেখানে লেখা রয়েছে-
'জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বা'মী রাকিব হাসান জা'নিয়েছেন, তিনি সাবেক স্ত্রী'কে আর জীবনে ফি'রে পেতে চান না।বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একটি বেস'রকারি চ্যানেলকে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, ডিভোর্সের কোনো কপি আমি পাইনি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তামিমাকে জীবনে আর ফেরত চাই না। কিন্তু এই মিথ্যা কথাগুলো ধ'রা আমা'র লক্ষ্য।এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খু'লে লাভ আমা'র একার না, সমগ্র পুরু'ষ জাতির।
যেসব বউরা এমন ক'রতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সা'বধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সা'বধান হবে।স'ন্তানকে জো'র করে রেখে দেয়ার অ'ভিযোগের বি'ষয়ে জানতে চাইলে অস্বী'কার করেন তিনি।
স'ন্তানকে নিয়ে শাশুড়ির জি'ডি প্রস'ঙ্গে বলেন, তিনি (শাশুড়ি) চান না আমা'র মে'য়ে আমা'র কাছে থাক। কারণ তিনি আমাকে পছন্দ করেন না।'
সার্চ করে দেখা যায় এই খবরটিও কপি করা। মূলত জাগো নিউজের একটি প্রতিবেদন থেকে হুবহু টেক্সট নিয়ে প্রতিবেদনগুলো করা হয়েছে। জাগো নিউজের প্রতিবেদনটি দেখুন এখানে।
তাছাড়া নাসির ও তামিমার উপর এখন পর্যন্ত গ্রেফতারি কোন আদেশও জারি করা হয়নি এবং তাদের দেশ ছাড়ার কোন খবর মূলধারার কোন সংবাদমাধ্যমেই পাওয়া যায়নি।
সুতরাং সুনির্দিষ্ট কোন তথ্য না দিয়ে কেবল শিরোনামে চটকদারভাবে এমন তথ্য দেয়া বিভ্রান্তিকর।