ফেসবুকে একটি খবরের শিরোনামে দাবি করা হচ্ছে, অনলাইন মার্কেট প্লাটফর্ম ইভ্যালিতে র্যাবের অভিযান হয়েছে। দেখুন সেই পোস্ট এবং খবরের লিংক এখানে এবং এখানে।
Notuntv News নামের পেইজ থেকে একটি খবর শেয়ার করা হয় যার শিরোনাম ছিল, 'ইভ্যালিতে র্যাবের অভিযান'। গত ১১ জানুয়ারি নতুনটিভিনিউজ নামের একটি অনলাইনে উক্ত খবরটি প্রকাশিত হয়। এছাড়া খবরটির ফিচার ফটোতে ইভ্যালির কিছু কর্মকর্তাকে র্যাবের একাধিক উচ্চপদস্থ অফিসারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দেখুন খবরটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি বিভ্রান্তিকর। উক্ত খবরে ব্যবহৃত শিরোনামে 'ইভ্যালিতে র্যাবের অভিযান' এর কথা বলা হলেও বিস্তারিত খবরে তার কোনো উল্লেখ নেই। বিস্তারিত খবরে দেখা যায়, ইভ্যালির পৃষ্ঠপোষকতায় 'অপারেশন সুন্দরবন' নামে একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। উক্ত সিনেমাটির প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি। মূলত র্যাবের সদর দপ্তরে উপস্থিত হয়ে উক্ত সিনেমার পৃষ্ঠপোষকতার একটি চেক তুলে দেয় ইভ্যালির কর্মকর্তাবৃন্দ। কালের কন্ঠ পত্রিকায় 'ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র্যাবের চলচ্চিত্র "অপারেশন সুন্দরবন" শিরোনামে একই খবর দেখুন এখানে--
কিন্তু সেই খবরগুলোর কোথাও কোনো অভিযানের কথা উল্লেখ করা হয়নি। বরং সেই প্রতিবেদনে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটিও র্যাবের সদর দপ্তরে চেক প্রদান অনুষ্ঠানে তোলা।
অর্থাৎ খবরে শিরোনামে ইভ্যালিতে অভিযানের কথা বললেও ভিতরে সে সংক্রান্ত কোনো তথ্যই না থাকায় খবরটি বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়।