'সাকিব এতো টাকা খরচ করে ম'সজিদ বানাইছে,আমি হলে ম'ন্দির বা'নাতামঃতসলিমা নাসরিন' এই শিরোনামে একটি খবর একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যা সামাজিক মাধ্যম ফেসবুকেও ছড়ানো হচ্ছে। দেখুন এখানে।
পোর্টালটির শিরোনামে তসলিমা নাসরিনকে উদ্ধৃত করে বক্তব্য দেয়া হলেও মূল খবরে এই কথা তিনি বলেছেন বলে কোথাও উল্লেখ নেই।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে ভারতে বসবাসকারী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন সাকিব আল হাসানের মসজিদ নির্মাণ করা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিলেও সেখানে তিনি মন্দির বানানো নিয়ে কোন মন্তব্য করেন নি।
ফেসবুক ছাড়া অন্য কোন মাধ্যমে তার কোন বক্তব্যও পাওয়া যায়নি।
তসলিমা নাসরিনে ফেসবুক পোস্টটি দেখুন:
আর্কাইভ করা আছে এখানে।
তাছাড়া যে অনলাইন পোর্টালটি খবর প্রকাশ করেছে সেখানেও সূত্র হিসেবে তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টের কথাই উল্লেখ করা হয়েছে।
সুতরাং ফেসবুকে দেওয়া একটি পোস্টের সাথে অবান্তর সংযোজন করে খবর প্রকাশ করা বিভ্রান্তিকর।