HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বন্যা পরিদর্শনে প্রধানমন্ত্রীর শাড়ি পরিবর্তনের দাবিটি বিভ্রান্তিকর

বুম বাংলাদেশ দেখেছে, প্রচারিত ছবি দুটির একটি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাম্প্রতিক বন্যা পরিদর্শনের হলেও অন্যটি পুরোনো।

By - Md Abdullah Khan | 24 Jun 2022 10:25 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলাজ ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বন্যা পরিদর্শনে গিয়ে সিলেট ও সুনামগঞ্জ সফরে ঘন্টার ব্যবধানে প্রধানমন্ত্রীর শাড়ি বদলে গিয়েছে। দুটি ছবিতে প্রধানমন্ত্রীকে দুই ধরণের শাড়ি পরিহিত দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২১ জুন 'bdnetwork24.com' নামের ফেসবুক পেজ থেকে এমন একটি গ্রাফিক ছবি পোস্ট করে লেখা হয়, "পিকনিক পিকনিক মনে হচ্ছে"। পোস্টের স্ক্রিনশট দেখুন--

 পোস্টটি দেখুন এখানে 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দুটি ছবি একই দিনের নয়। একটি ছবি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাম্প্রতিক বন্যা পরিদর্শনের হলেও অন্য ছবিটি অন্তত ৫ বছর আগে থেকে সামাজিক মাধ্যমে প্রচারিত হতে দেখা গেছে।

ছবি দুইটি আলাদা রিভার্স সার্চ করার পর, প্রথম ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মঙ্গলবার হেলিকপ্টারে করে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি ঘুরে দেখার খবরের সাথে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা গেছে। তন্মধ্যে, গত ২১ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ 'বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী সিলেটে' শিরোনামে প্রকাশিত খবরে ছবিটির উৎস হিসাবে পিএমও বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

অন্য ছবিটি রিভার্স সার্চ করার পর, Unofficial Sheikh Hasina Wazed নামের একটি ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায় ,যা ২০১৭ সালের ৫ মে পোস্ট করা হয়েছে। ছবিটিতে কোনো ক্যাপশন দেয়া নেই। তবে পোস্টের তারিখ দেখে নিশ্চিত হওয়া যায় আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয় এবং ছবিটি ভাল করে খেয়াল করলে বোঝা যায় এটি হেলিকপ্টারে পরিদর্শনের কোন ছবি নয় বরং এটি কোন জলযানে চড়ার।

Full View

বুম বাংলাদেশ এই ছবিটির উৎস সম্পর্কে বিস্তারিত জানতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট যাচাই করে। সাধারণত প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ছবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটের ছবির গ্যালারিতে আপলোড করা হয়। বছর অনুসারে সার্চ করার পর, ২০১৭ সালে ৩০ এপ্রিল আপলোড করা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শনরত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি দেখুন--

সার্চ করার পর, ছবিটি দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্কারণে পরের দিন অর্থাৎ ২০১৭ সালের ১ মে 'আপনাদের পাশে থাকবো সুনামগঞ্জের সমাবেশে প্রধানমন্ত্রী' শিরোনামে খবরেও খুঁজে পাওয়া যায়। খবরে বলা হয়, তৎকালে অকাল বন্যায় ভেসে যাওয়া সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

এই সূত্র ধরে সার্চ করার পর, বাংলাদেশ লাইভ নিউজ নামে একটি পোর্টালে প্রধানমন্ত্রীর উক্ত সফরের আরও বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। লক্ষণীয় বিষয় হলো, ২০১৭ সালের সুনামগঞ্জের এই সফরে প্রধানমন্ত্রীর পরিহিত শাড়ির প্রিন্টের সাথে সাম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শাড়ির হুবহু মিল পাওয়া যায়। বাংলাদেশ লাইভ নিউজ-পোর্টালে প্রকাশিত ছবির স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ছবির স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখলে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যায়। দেখুন-- 

বাংলাদেশ লাইভ নিউজ-পোর্টালে প্রকাশিত ছবির স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ছবির স্ক্রিনশট (ডানে) 

অর্থাৎ, দ্বিতীয় ছবিটি ২০১৭ সালের সুনামগঞ্জের সফরের সময় ধারণ করা এবং ছবি দুটি ভিন্ন সময়ের। একটি সাম্প্রতিক হলেও অন্যটি ৫ বছর পুরোনো। 

প্রসঙ্গত এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুনামগঞ্জের ১১ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদমাধ্যমে।

সুতরাং ভিন্ন সময়ের দুটি ছবিকে কোলাজ করে বন্যা পরিদর্শনে গিয়ে সিলেট ও সুনামগঞ্জ সফরে ঘন্টার ব্যবধানে প্রধানমন্ত্রীর শাড়ি বদলে গিয়েছে বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories