HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পপ তারকা রিহানার দ্বিতীয় সন্তানকে নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য

বুম বাংলাদেশ দেখেছে, সম্প্রতি কন্যা সন্তান নয় বরং আবারো পুত্র সন্তান জন্ম দিয়েছেন জনপ্রিয় পপ তারকা রিহানা।

By - Tausif Akbar | 25 Aug 2023 11:26 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজে এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, প্রখ্যাত পপ তারকা রবিন রিহানা দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। লিংকে ক্লিক করে বিস্তারিত সংবাদ পাঠ করলে দেখা যায় প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, এবার কন্যা সন্তানের মা হয়েছেন রিহানা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১৫ আগস্ট 'Samakal' এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে "পপ তারকা রিয়ান্না দ্বিতীয় সন্তানের মা হলেন" শিরোনামের একটি খবরের লিংক পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফেসবুকে দেওয়া লিংকে ক্লিক করে সমকালের বিস্তারিত খবরে দেখা যায়, রিহানা এবার কন্যা সন্তানের মা হয়েছেন এবং কন্যার থুতনি ও চোখ দেখতে রিহানার মতই হয়েছে। দেখুন--



এছাড়া একই দাবিতে সংবাদ প্রকাশ করেছে দেশ রুপান্তর, মানবকন্ঠ, যমুনা টেলিভিশন, সংবাদ প্রকাশ। যমুনা টেলিভিশনের ইউটিউবে প্রচারিত সংবাদের স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, তথ্যটি সঠিক নয়। সম্প্রতি কন্যা সন্তান নয় বরং আবারো পুত্র সন্তানের মা হয়েছেন পপ তারকা রিহানা।

অধিকাংশ দেশীয় গণমাধ্যম সূত্র বিহীন কিংবা স্পষ্টভাবে সূত্রের নাম উল্লেখ ব্যতীত সংবাদটি প্রকাশ করেছে। তবে দৈনিক সমকাল তাদের প্রতিবেদনে এমটিও নিউজ এবং হার্পারস বাজার অনলাইন সংস্করণের সূত্র উল্লেখ করেছে। সমকালের প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--


তবে সার্চ করে দেখা যায়, 'এমটিও নিউজ' বা 'মিডিয়া টেক আউট' নিউজ পরবর্তীতে তাদের প্রতিবেদন আপডেট করে নিয়েছে। এমনকি হার্পারস বাজারের অনলাইন সংস্করণেও পরবর্তীতে ২২ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রিহানা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। আপডেট প্রতিবেদন দুটির কোলাজ ফটো দেখুন--


কি-ওয়ার্ড সার্চ করে ফক্স কর্পোরেশনের মালিকানাধীন ট্যাবলয়েড সংবাদ সংস্থা 'TMZ'-এ গত ২১ আগস্ট "RIHANNA MOMMA X2!!! Gives Birth To Second Baby" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "সরাসরি সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে গত ৩ আগস্ট লস অ্যাঞ্জেলেসে রিহানা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।" টিএমজি এর প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--


পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিনোদন ম্যাগাজিন 'পিপল'-এ গত ২২ আগস্ট "Rihanna Welcomes Second Baby with A$AP Rocky, Sources Confirm" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিহানা আবারো একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

এছাড়াও টিএমজি কিংবা পিপল এর বরাতে দ্বিতীয়বারেও পুত্র সন্তান হওয়ার সংবাদ প্রকাশ করেছে ইউএসএ টুডে, রোলিং স্টোন, হাফিংটন পোস্ট, স্কাই নিউজ, লস এঞ্জেলস টাইমস, বাজফিড

অর্থাৎ রিহানা সম্প্রতি কন্যা সন্তান নয় বরং আবারো পুত্র সন্তান জন্ম দিয়েছেন।

উল্লেখ্য রিহানা তার সুপার বোল হাফটাইম শো চলাকালীন ফেব্রুয়ারিতে তাঁর দ্বিতীয় গর্ভধারণের কথা ঘোষণা করেছিলেন। এর আগে গত বছরের ১৩ মে রিহানা-রকি জুটির কোল জুড়ে আসে প্রথম সন্তান (পুত্র); যার নাম রাখা হয় 'আরজেডএ অ্যাথেলস্টন মায়ার্স'।

সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে এবার কন্যা সন্তানের মা হলেন পপ তারকা রিহানা--এমন দাবি প্রচার করা হচ্ছে; যা সঠিক নয়।

Tags:

Related Stories