HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

চলতি সালের সাথে বয়স নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারণা

বুম বাংলাদেশ দেখেছে, এটি প্রতি এক হাজার বছরে একবার ঘটে না বরং যেকোনো সালে ব্যক্তির জন্মসাল ও বয়সের যোগফল বর্তমান সাল হবে।

By - Tausif Akbar | 29 Feb 2024 10:32 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে বিভিন্ন সময়ে পোস্ট করে বলা হচ্ছে, আজ বিশেষ একটি দিন, যা প্রতি এক হাজার বছরে একবার আসে। বিশ্বের সব মানুষের বয়স আজ একই। নিজের বয়স ও জন্মের সাল যোগ করলেই বর্তমান সাল পাওয়া যাবে। ২০২২, ২০২৩ ও ২০২৪ সাল নিয়ে প্রকাশিত এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১৬ জানুয়ারি 'Akash Chakraborty' নামের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, "প্রত্যেকের বয়স আজ ২০২৪! আপনি কি জানেন বিশ্বের সকল মানুষের বয়স আজ একই? আজ একটি খুব বিশেষ দিন এবং এটি প্রতি হাজার (১০০০) বছরে একবারই ঘটে। আপনার বয়স+ আপনার জন্মের বছর ,প্রতিটি ব্যাক্তির জন্য হবে =২০২৪। আপনি এটি পরিক্ষা করে দেখতে পারেন যে ২০২৪ সাল টি হাজার বছর ধরে অপেক্ষা করছে কিনা। উদাহরণ ১: আমার বয়স 18 বছর। 2006 সালে জন্মগ্রহণ করেছি তাই 18+ 2006=২০২৪। উদাহরণ ২: আপনার জন্ম ১৯৯৬। আপনার বয়স ২৮।১৯৯৬+২৮= ২০২৪🙂"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



বিভিন্ন সামাজিক মাধ্যমে অন্তত ২০১৮ সাল থেকে এই দাবিটির বিভিন্ন রূপান্তর (সাল ভেদে) পাওয়া যায়। ২০২২ ও ২০২৩ সালের পোস্টের কোলাজ স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সাধারণ গাণিতিক হিসেব অনুযায়ী বিষয়টি যেকোনো সালে ব্যক্তির জন্মসাল ও বয়সের যোগফল বর্তমান সাল হবে।

বিষয়টি নিয়ে ইংরেজিতে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করা সাইট 'ট্রুথ অর ফিকশন'-এ ২০১৯ সালের ১ নভেম্বর "Does Adding Your Birth Year to Your Age Total The Year Number Once a Millennium?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচ্য দাবিটি সত্য নয়। এছাড়াও এটি প্রতি এক হাজার বছর পর ঘটে না তথা এটি একটি বিরল ঘটনা বা রহস্যও নয়। এটি যে কেউ ব্যাখ্যা করতে পারবে এবং এটা যে কোনো বছরের জন্য সত্য। কারো জন্মের বছর এবং তার বয়স যোগ করলে সর্বদা বর্তমান সালের সমান হবে (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী যাচাই করার ক্ষেত্রে আমরা ২০০০ সালে জন্মগ্রহণকারী একজনকে উদাহরণ হিসেবে নিই। ২০০০ সালে জন্মগ্রহণ করলে তার বর্তমান বয়স ২৪। এখন জন্মসাল ও বর্তমান বয়স (২০০০+২৪) যোগ করলে ২০২৪ পাওয়া যাবে। দেখা গেছে যে, সাধারণ গাণিতিক হিসেব অনুযায়ী বিষয়টি যেকোনো সালে যেকোনো বয়সের ক্ষেত্রেই সত্য। অর্থাৎ প্রতি এক হাজার বছরে মাত্র একবার এরকম ঘটে না। 

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে তথ্য যাচাই প্রতিষ্ঠান 'স্নোপস'-এ ২০১৮ সালের ৫ অক্টোবর "Does Adding Your Age to Your Birth Year Equal 2,018 for 'One Day Only'?" শিরোনামে প্রকাশিত একটি তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচ্য দাবিটি সত্য নয় এবং এটি হাসির খোরাক যোগানোর জন্য তৈরিকৃত সংখ্যাগত একটি মিম বা ব্যাঙ্গাত্বক কন্টেন্ট (অনূদিত ও সংক্ষেপিত)। তথ্য যাচাই প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ যেকোনো সালে ব্যক্তির জন্মসাল ও বয়সের যোগফল সেই সাল তথা বর্তমান সাল হয় এবং এটি সবসময়ই হয়ে থাকে।

সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে "বিশ্বের সকল মানুষের বয়স আজ একই এবং এটি প্রতি এক হাজার বছরে একবারই ঘটে" মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories