সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, "আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরবে রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ নভেম্বর বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশন এর ভেরিফায়েড ফেসবুক পেজ 'Jamuna Television' থেকে "সৌদি আরবে মুখোমুখি হবেন মেসি-রোনালদো" শীর্ষক শিরোনামের একটি খবরের লিংক পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে দেওয়া লিংকে ক্লিক করে যমুনা টেলিভিশনের অনলাইনের বিস্তারিত খবরে দেখা যায়, "আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগার দল আলমেরিয়ার মালিক এবং সৌদি আরবের জিইএ বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ মেসি-রোনালদোর ক্লাবের রিয়াদ সিজন কাপে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে রিয়াদ সিজন কাপে অংশ নিতে সম্মত হয়েছে ইন্টার মায়ামি।"। দেখুন--
বিষয়টি নিয়ে যমুনা টেলিভিশন ছাড়াও খবর প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো, যুগান্তর সহ কয়েকটি গণমাধ্যম।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মেসির ক্লাব ইন্টার মিয়ামি এক বিবৃতিতে খবরটিকে অসত্য বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে আমেরিকান ক্রীড়া ভিত্তিক টেলিভিশন চ্যানেল 'ইএসপিএন' এর অনলাইন সংস্করণে গত ২২ নভেম্বর "Miami denies agreement for Messi, Ronaldo friendly in Saudi" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "আল নাসরের বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপ ফ্রেন্ডলি টুর্নামেন্টে অংশ নিতে সম্মত হয়েছে মেসির ক্লাব--এমন খবরকে ইন্টার মিয়ামি প্রত্যাখ্যান করেছে”। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য থেকে সার্চ করে ফুটবল ক্লাব 'ইন্টার মিয়ামি' এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির আর্কাইভ কপি খুঁজে পাওয়া যায়। দেখুন--
অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির 'ইন্টার মিয়ামি'র মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদোর 'আল নাসর' ক্লাব খবরটি সঠিক নয়।
উল্লেখ্য, লা লিগার দল আলমেরিয়ার মালিক এবং সৌদি আরবের জিইএ বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ মেসি-রোনালদোর ক্লাবের রিয়াদ সিজন কাপে খেলার বিষয়ে পোস্ট করেছেন। যদিও ক্রীড়া বিষয়ক সাইট গোল ডট কম এর এক্স (টুইটার) থেকে এ সম্পর্কিত পোস্টটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে "২০২৪ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো" -এমন দাবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।