সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের বরাতে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে আজ রাতে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি থেকে আর্জেন্টিনা ১ গোল পেয়ে এগিয়ে গেছে, এটা মাথায় রেখেই মাঠে নামবে ফ্রান্স। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৫ ডিসেম্বর "Brazil Official Fan's Club Of Bangladesh" নামে একটি ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়, ""পেনাল্টি থেকে আর্জেন্টিনা ১ গোল পেয়ে এগিয়ে গেছে" - এটা মাথায় রেখেই আমরা মাঠে নামবো। 🎙️ এমবাপ্পে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ পোস্টে দাবি করা হচ্ছে, ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আজ (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বিপক্ষে ফ্রান্সের খেলা নিয়ে এই মন্তব্য করেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের আর্জেন্টিনার ব্যাপারে পেনাল্টিতে এগিয়ে থাকা সংক্রান্ত এমন মন্তব্য করার দাবিটি সঠিক নয়।
বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে কিলিয়ান এমবাপ্পের করা এরকম কোনো মন্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। আজ (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ম্যাচে ইউরোপের দেশ ফ্রান্স এবং দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা মুখোমুখি হবে। তবে এই ম্যাচকে কেন্দ্র করে ফ্রান্স ফুটবল দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের করা কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
তবে, অনুসন্ধানে 'en.as.com' নামে একটি ওয়েবসাইটে 'What did Kylian Mbappé say to motivate Argentina ahead of World Cup final?' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কিলিয়ান এমবাপ্পে এক ইন্টারভিউয়ে কয়েকমাস আগে দক্ষিণ আমেরিকান দেশগুলো ফুটবল খেলা সম্পর্কে মন্তব্য করন। ওই মন্তব্যের জেরে সে সময়ে বিভিন্ন বিতর্কিত বাদানুবাদের ঘটনা ঘটে। ওই ইন্টারভিউতে এমবাপ্পে বলেছিলেন, দক্ষিণ আমেরিকার দেশগুলো ইউরোপের দলগুলোর মতন লেভেলের প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলার সুযোগ পায় না। আর্জেন্টিনা-ব্রাজিল হাইলেভেলের ম্যাচ না খেলেই বিশ্বকাপে অংশ নেয়। দক্ষিণ আমেরিকার ফুটবলটা আসলে ইউরোপের মতো উন্নতি করতে পারেনি। যা বিশ্বকাপের সাম্প্রতিক চিত্রের দিকে তাকালে আপনি দেখতে পাবেন। (অনূদিত) স্ক্রিনশট দেখুন--
সেই সময়ে এমবাপ্পের এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠলেও বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচ নিয়ে সম্প্রতি এমবাপ্পের কোনো মন্তব্য সামাজিক মাধ্যম কিংবা সংবাদমাধ্যমের নির্ভরযোগ্য কোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং "আর্জেন্টিনা পেনাল্টি থেকে ১ গোলে এগিয়ে গেছে, তা মাথায় রেখেই আমরা মাঠে নামব" ভিত্তিহীনভাবে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের নামে এমন বক্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।