জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে'র বাংলা ভার্সনের অনলাইন টকশো "DW খালেদ মুহিউদ্দীন জানতে চায়" এর ফুটেজ এডিট করে আরও একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
'ভিপি নুরুল হক নুর' নামক একটি পেইজ থেকে পোস্টকৃত "ওসি প্রদীপের গডফাদারের নাম প্রকাশ করল সাংবাদিক ইলিয়াস হোসেন" শিরোনামে ১০ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইলিয়াস হোসেন কোন একটি টকশোতে কথা বলছেন এবং পাশের স্ক্রিনে খালেদ মুহিউদ্দীন উপস্থাপকের মত তা শুনছেন।
এছাড়া উপরে 'লাইভ' লেখা দিয়ে বুঝানো হচ্ছে ভিডিওটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, বা হয়েছে।
কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ইলিয়াস হোসেনের উক্ত বক্তব্যের ভিডিওটি মূলত 'dr.kanak sarwar -ড.কনক সরওয়ার' নামক একটি ফেসবুক পেইজের আয়োজিত ৪ সেপ্টেম্বরের একটি টকশো থেকে নেয়া অংশবিশেষ (১২ মিনিট থেকে)। সেখানে আলোচক হিসেবে আরও ছিলেন মেজর (অবঃ) দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন ড. কনক সরওয়ার।
এছাড়া "DW খালেদ মুহিউদ্দীন জানতে চায়" নামক ইউটিউব চ্যানেলে খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় যতগুলো অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে সেগুলোতে ইলিয়াস হোসেনের সাথে কোনো পর্ব নেই। এতে স্পষ্ট যে, খালেদ মুহিউদ্দীনের ফুটেজের সাথে ইলিয়াস হোসেনের বক্তব্য যুক্ত করে তৈরি করা ভিডিওটি ভুয়া।
এর আগে বুম বাংলাদেশ খালেদ মুহিউদ্দীনের টকশো হিসেবে প্রচারিত একই ধরনের আরেকটি ভুয়া ভিডিও চিহ্নিত করেছে।