একটি ছবি বেশ কিছু ফেসবুক প্রোফাইল ও গ্রুপে ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে, সংগীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগমকে 'ব্যাজ পরিয়ে দিচ্ছেন' সেনাবাহিনীর দুজন কর্মকর্তা। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ ডিসেম্বর 'Apni Ki Manush?naki Awami Legue.আপনি কি মানুষ?নাকি আওয়ামী লীগ' নামের একটি পেইজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা আছে,
"সেনাবাহিনীর ব্যজ পরিয়ে দেওয়ার মতো কোন যোগ্যতা মমতাজের রয়েছে? দেশের সুনামধন্য সেনাবাহিনী ও পা চাঁটছে"। পোস্টটির স্ক্রিনশট--
এরকম আরও বিভিন্ন প্রোফাইল ও পেইজে ছবিটি আপলোড করা হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ এই ছবিটির ব্যাপারে অনুসন্ধান করে দেখেছে, প্রকৃতপক্ষে ছবিটি এডিট করে তৈরি করা। মূল ছবিটি ২০১৮ সালের ১ অক্টোবর দেশি ও আন্তর্জাতিক একাধিক খবরমাধ্যমে প্রকাশিত হয়।
এরকম একটি ছবি দেখা যায়, ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকার একটি খবরে। "Bangladesh appointed Susane Giti as woman major general" শিরোনামের খবরটিতে দেখা যায়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মোহাম্মদ শামসুল হক বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতিকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন। ইন্ডিয়া টূডে'র খবরটির স্ক্রিনশট--
মূলত সুসানে গীতির এই ছবিটিকে এডিট করে সেখানে সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজের চেহারা বসিয়ে দেয়া হয়েছে। এছাড়াও সুসানের গলায় ঝুলানো আইডিটি এডিট করে মুছে ফেলা হয়েছে।