সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, দৈনিক কালবেলার পক্ষ থেকে "অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জো বাইডেন" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
আজ ৬ জানুয়ারি 'বাংলাদেশ আওয়ামী সাইবার ফোর্স' নামক একটি ফেসবুক গ্রুপে 'Aduri Sarkar' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জো বাইডেন"। উক্ত পোস্টে দৈনিক কালবেলার ফরম্যাট-লোগোসমৃদ্ধ একটি ফটোকার্ড যুক্ত করা হয়। ওই ফটোকার্ডেও একই লেখা থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। কালবেলার ফেসবুক পেজে আজকের নির্বাচনে বাইডেনের শুভেচ্ছাযুক্ত এরকম কোনো ফটোকার্ড পোস্ট করা হয়নি এবং নির্বাচন শেষ না হওয়ার পূর্বেই শুভেচ্ছা জানানোর দাবিটিও সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া, দৈনিক কালবেলার ফরম্যাট-লোগো ব্যবহার করে তৈরি করা ওই ফটোকার্ডটি তাদের নয় বলে পত্রিকাটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দৈনিক কালবেলার ফেসবুক পেজে সার্চ করে আজ (৭ জানুয়ারি) আলোচ্য দাবি অনুযায়ি কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়াও ইন্টারনেটে সার্চ করেও নির্বাচনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ধন্যবাদ জানানোর কোনো সংবাদ দৈনিক কালবেলা সহ কোনো গণমাধ্যমেই পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচ্য ফটোকার্ড ও কালবেলার ফটোকার্ড পর্যালোচনা করে কিছু বৈসাদৃশ্য পাওয়া যায়। কালবেলার সকল ফটোকার্ডে প্রকাশের তারিখ উল্লেখ করা হলেও আলোচ্য ফটোকার্ডে তা উল্লেখ করা হয়নি। আলোচ্য ফটোকার্ড (বামে) ও দৈনিক কালবেলার ফেসবুক পেজে প্রকাশিত একটি নমুনা ফটোকার্ডের (ডানে) তুলনামূলক পার্থক্য দেখুন--
এছাড়াও, ফটোকার্ডটির বিষয়ে দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন বিভাগের প্রধান পলাশ মাহমুদ বুম বাংলাদেশকে জানিয়েছেন, "কালবেলা এমন কোনো কার্ড বা নিউজ প্রকাশ করেনি। এটা ভুয়া কার্ড। প্রধানমন্ত্রীকে জো বাইডেন ধন্যবাদ জানিয়েছেন এমন কোনো তথ্যও কালবেলার কাছে নেই"।
অর্থাৎ, আলোচ্য ফটোকার্ডটি দৈনিক কালবেলা প্রকাশ করেনি। বরং কালবেলার ফটোকার্ডকে বিকৃত করে জো বাইডেনের নামে ভুয়া মন্তব্য জুড়ে দিয়ে কেউ এটি তৈরি করে প্রচার করছে ফেসবুকে।
সুতরাং দৈনিক কালবেলার ফটোকার্ডকে বিকৃত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।