সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি উত্তর আয়ারল্যান্ড সফরকালে ঋষি সুনাকের সাথে দেখা হলে তাকে চিনতে না পেরে তাঁর সাথে কথা না বলে তাকে সরিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৪ এপ্রিল 'Sangbad Pratidin' এর ফেসবুক পেজে "ঋষি সুনাককে চিনতে না পেরে সরিয়ে দিলেন জো বাইডেন! ভাইরাল ভিডিও" শিরোনামে একটি সংবাদ পোস্ট করে লেখা হয়, "বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানাতে গিয়েছিলেন সুনাক।" স্ক্রিনশট দেখুন--
আলোচ্য পোস্টে যুক্ত সংবাদের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়। সংবাদ প্রতিদিনে "ঋষি সুনাককে চিনতে না পেরে সরিয়ে দিলেন জো বাইডেন! ভাইরাল ভিডিও" শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে লেখা হয়, "ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি। সেই ঋষি সুনাককে (Rishi Sunak) প্রায় চিনতেই পারলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! দায়সারা ভাবে হাত মিলিয়ে এগিয়ে গেলেন অন্যদের সঙ্গে কথা বলতে। আয়ারল্যান্ডের একটি অনুষ্ঠানের এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। বাইডেনের (Joe Biden) এহেন আচরণ ঘিরে প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলেও। গুড ফ্রাইডের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আয়ারল্যান্ডে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, বাইডেন নিজেও আইরিশ বংশোদ্ভূত। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এই প্রথমবার আয়ারল্যান্ডে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই এড়িয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। উত্তর আয়ারল্যান্ড সফরকালে জো বাইডেনকে অভিবাদন জানিয়ে তাঁর সাথে কিছুক্ষণ কথোপকথন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এসময়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকেও স্বতস্ফুর্তভাবে তাঁর সাথে কথা বলতে দেখা যায়।
কি-ওয়ার্ড সার্চ করে উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ঋষি সুনাকের অভ্যর্থনা জানানোর অরিজিনাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। অরিজিনাল ভিডিও ক্লিপটিতে জো বাইডেনকে ঋষি সুনাকের সাথে কথা বলতে এবং তার পিঠ চাপড়ে দিতে দেখা গেছে। লন্ডনভিত্তিক পত্রিকা দা সানের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে গত ১২ এপ্রিল 'Rishi Sunak greets Joe Biden as pair meet in Northern Ireland' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে আলোচ্য পোস্টের সংবাদে যুক্ত করা ছবির সাথে মিল পাওয়া যায়। ৩ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে জো বাইডেনকে বিমান থেকে নেমে তাঁকে অভিবাদন জানাতে দাঁড়িয়ে থাকা ঋষি সুনাকের সাথে কথা বলতে দেখা যায়। এছাড়াও, ওই ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে, "Rishi Sunak shook hands with Joe Biden as the PM greeted the US President in Northern Ireland. The US President touched down at Belfast International airport in Northern Ireland for a four-day visit to celebrate his Irish roots." (উত্তর আয়ারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভ্যর্থনা জানিয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মার্কিন প্রেসিডেন্ট তাঁর আইরিশ শিকড় উদযাপন করতে চার দিনের সফরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন।) ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে দা টেলিগ্রাফ পত্রিকার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলেও গত ১২ এপ্রিল "Joe Biden greeted by Rishi Sunak as he arrives in Belfast" শিরোনামে একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতেও দেখা যায় একই দৃশ্য। ইউটিউব ভিডিওটি দেখুন--
পাশাপাশি, জো বাইডেনের ঋষি সুনাককে না চেনার দাবিতে ভিডিও ভাইরাল হলে তা নিয়ে "Edited video sparks false claims Joe Biden snubbed Rishi Sunak" শিরোনামে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে এএফপি। এছাড়াও, এনডিটিভি "Did Biden Ignore Rishi Sunak? A Fact-Check After Video Goes Viral" শিরোনামে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। উভয় ফ্যাক্টচেক প্রতিবেদনেই জো বাইডেনের সফরকালে ঋষি সুনাককে না চেনার মত ঘটনা ঘটেনি বলে জানানো হয়।
উল্লেখ্য গত ১২ এপ্রিল গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য অধিকৃত উত্তর আয়ারল্যান্ড সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে অভিবাদন জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
অর্থ্যাৎ সম্প্রতি উত্তর আয়ারল্যান্ড সফরে গিয়ে জো বাইডেনের ঋষি সুনাককে চিনতে না পারার ভুয়া দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।