HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ নিয়ে কিছু বলেননি জো বাইডেন

বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

By - Ummay Ammara Eva | 8 May 2023 11:04 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ৪ মে 'News bangla' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "যুক্তরাষ্ট্র আ'লীগ বিএনপি সংঘর্ষ নিয়ে ক্ষেপেছে জো বাইডেন | ফেঁসে গেল প্রধানমন্ত্রী | BNP| Mp Hasina"। স্ক্রিনশট দেখুন--


মূলত, ওই পোস্টে দাবি করা হয়, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জো বাইডেন।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাংলাদেশ সম্পর্কে জো বাইডেনের সর্বশেষ মন্তব্য জানতে সার্চ করে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৭ মার্চ "বাইডেনের শুভেচ্ছা বার্তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গ" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুভেচ্ছা বার্তায় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি দুই দেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে ডেইলি স্টারের বাংলা সংস্করণেও ওই একই দিনে "বিশ্বের জন্য সহানুভূতি ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা: বাইডেন" শিরোনামের একটি প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও প্রথম আলোর ইংরেজি সংস্করণে গত ২৭ এপ্রিল "Biden greets President Shahabuddin" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের নবনিযুক্ত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্ক্রিনশট দেখুন--


এ দুটি সংবাদ ব্যতিত বাংলাদেশ প্রসঙ্গে সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো বক্তব্য বা বিবৃতি সংবাদ মাধ্যমে কিংবা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। কোন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিবৃতি দিলে তা অবশ্যই হোয়াইট হাউজের ওয়েবসাইটে পাওয়া যায় এবং খুব স্বাভাবিকভাবেই তা গণমাধ্যমে প্রকাশিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, প্রধানমন্ত্রী পহেলা মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা জড়ো হলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। তবে, এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি দেওয়া হয়নি। এছাড়াও, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও তাঁর কোনো মন্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষোভ প্রকাশের ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories