সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি, গ্রুপ ও গণমাধ্যমের পেজে রক তারকা জেমসের একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, "বাউল বেশে জেমস" এর ছবি এটি। এমনকি গণমাধ্যমের পেজে এই ক্যাপশনে ছবি পোস্ট করার পরে কমেন্টে কোনো প্রতিবেদেনের লিংকও দেওয়া হয়নি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩১ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ এর "banglanews24.com" নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে "হঠাৎ বাউল বেশে জেমস, ভাইরাল ছবি" ক্যাপশনে জেমস এর একটি ছবি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এখানে উল্লেখ্য, বাংলানিউজ২৪ এর এই পোস্টটিতে মোট তিনটি কমেন্ট করা হয়েছে। এর মধ্যে বাংলানিউজ২৪ এর পেজ থেকে এ সংক্রান্ত কোনো প্রতিবেদনের লিংক কমেন্টে দেওয়া হয়নি। ফলে এই ক্যাপশনে জেমসের ছবিটি ব্যবহারকারীদের কাছে জেমসের সত্যিকারের (ক্যামেরায় ধারণ করা) ছবি বলে মনে হতে পারে।
এছাড়া বেশকিছু পোস্টের ক্যাপশনে "ছবিঃ Avishek Bhattacharjee" উল্লেখ করা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে ছবিটি অভিষেক ভট্টাচার্য নামের কেউ ধারণ করেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। রক তারকা জেমস এর বাউল বেশের ছবিটি ক্যামেরায় ধারণ করা বাস্তব কোনো ছবি নয় বরং এটি সময়ের আলোচিত এআই (আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স) প্রযুক্তির মাধ্যমে তৈরি ছবি।
কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম 'প্রথম আলো' এর অনলাইন সংস্করণে গত ৩০ আগস্ট “এই জেমসকে কখনোই দেখা যায়নি” শিরোনামে আলোচিত ছবি সম্বলিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ছবিটি এআইয়ে তৈরি করেছেন শিল্পী অভিষেক ভট্টাচার্য"। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে সার্চ করে সামাজিক মাধ্যম ফেসবুকে 'অভিষেক ভট্টাচার্য' এর প্রোফাইলে "In a time when everyone is making AI images with celebrities & actors, I took a different route of making images of artist I dearly love & respect. Enjoy!" ক্যাপশনে আলোচিত ছবিটি সহ আরো বেশকিছু ছবিযুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে তিনি লিখেছেন "যখন সবাই সেলিব্রিটি এবং অভিনেতাদের এআই ছবি তৈরি করছে, সেসময়ে আমি শিল্পীদের (সংগীত এর সাথে সম্পৃক্ত) ছবি তৈরি করেছি, যাদেরকে আমি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ রক তারকা জেমস এর বাউল বেশের ভাইরাল ছবিটি বাস্তব ছবি নয়। এটি আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা ছবি।
সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে পপ তারকা জেমসের আই জেনারেটেড ছবি ডিসক্লেইমার ব্যতীত বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।