HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইসরায়েলিদের ফুটবল বিশ্বকাপ দেখতে ফিলিস্তিনি পরিচয়ে কাতার যেতে হবে না

বুম বাংলাদেশ দেখেছে, ইসরায়েলি নাগরিকরা তাদের পাসপোর্টে ইসরায়েলি পরিচয় নিয়েই কাতার বিশ্বকাপে দর্শক হিসেবে যেতে পারবেন।

By - Ummay Ammara Eva | 24 Aug 2022 10:20 PM IST

সামজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ফুটবল বিশ্বকাপে দর্শক হিসেবে কাতারে যেতে হলে ইসরাইলিদেরকে ফিলিস্তিনি পরিচয় দিয়ে যেতে হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১৬ আগস্ট "Elias Hossain" নামের একটি ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়, ""ইসরাইলিদের ফুটবল বিশ্বকাপে দর্শক হিসেবে কাতারে আসতে হলে ফিলিস্তিনি পরিচয় দিয়ে আসতে হবে। অর্থাৎ পাসপোর্টে দেশ হিসেবে ফিলিস্তিন উল্লেখ করতে হবে। ইসরাইলি হিসেবে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করা যাবেনা" এমনটাই জানিয়েছে কাতার সরকার।"" পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। ইসরায়েলের নাগরিকেরা নিজেদের পাসপোর্ট নিয়ে ইসরায়েলি হিসেবে পরিচয় দিয়েই কাতারে নভেম্বরে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে দর্শক হিসেবে যেতে পারবেন।

কী ওয়ার্ড সার্চ করে ইসরায়েলি পত্রিকা হারেজে (https://www.haaretz.com/) চলতি বছরের ৯ জুন "Israelis Can Watch World Cup in Qatar, Despite No Formal Ties" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে তাদের আরেকটি কূটনৈতিক অর্জন বলে অভিহিত করে বলেছেন, কাতারের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের দর্শক হিসেবে যেতে পারবেন ইসরায়েলের নাগরিকেরা। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফার (FIFA-Federation Internationale de Football Association) সাথে এক চুক্তির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ইসরায়েলি নাগরিকদেরকে কাতার বিশ্বকাপে দর্শক হিসেবে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে, এক্ষেত্রে ইসরায়েলের নাগরিকদেরকে আলাদা পরিচয় হিসেবে আলাদা করে "ফ্যান আইডি" দেওয়া হবে যা তাদের জন্য এন্ট্রি ভিসার মত কাজ করবে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

আরো সার্চ করে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উর্দু ভাষায় প্রচারিত সংবাদপত্র "The Siasat Daily"-তে "Israelis allowed to attend World Cup 2022 matches in Qatar" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার সাথে মাসব্যাপী ধারাবাহিক আলোচনার পর কাতার বিশ্বকাপে ইসরায়েলি নাগরিকদের যাওয়ার অনুমতি পাওয়া গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এক টুইটার পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থ্যাৎ কাতার বিশ্বকাপে ইসরায়েলের নাগরিকেরা নিজ দেশের পরিচয়েই কাতারে গিয়ে দর্শকের সিটে বসতে পারবেন।

গুজবের উৎস:

"ইসরায়েলিদের ফিলিস্তিনি পরিচয়ে কাতার বিশ্বকাপে দর্শক হিসেবে যেতে হবে" এই গুজবটি ছড়িয়ে পড়ার পিছনের কারণ হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট বিক্রির দায়িত্বপ্রাপ্ত সংস্থার একটি কাজকে উল্লেখ করা যায়। ফিফা কাতার বিশ্বকাপের টিকেট বিক্রির দায়িত্ব দিয়েছিল 'উইন্টারহিল হসপিটালিটি' নামের একটি কোম্পানিকে। ওই কোম্পানিটি ইসরায়েলের নামের জায়গায় 'অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল' লিখেছিল। ফলে, ইসরায়েলি নাগরিকদের নিজেদের পাসপোর্টে ফিলিস্তিনের পরিচয় দেওয়া ছাড়া কাতার যাওয়ার উপায় ছিল না। গত ১৫ আগস্ট বাংলা নিউজ টোয়েন্টিফোরের প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও এ তথ্য জানা যায়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

তবে এর পরদিন অর্থ্যাৎ ১৬ আগস্ট প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি ফুটবলপ্রেমীরা নিজ পরিচয়েই কাতার যেতে পারবেন। ফিফা নিশ্চিত করেছে, ইসরায়েলের নাগরিকেরা বিশেষ ফ্লাইটের মাধ্যমে সরাসরি কাতারে প্রবেশ করতে পারবে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থ্যাৎ ইসরায়েলের নাগরিকরা তাদের পাসপোর্টে নিজ দেশের পরিচয়ে কাতার বিশ্বকাপে দর্শক হিসেবে যেতে পারবেন না বলে যে প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories