মার্কিন প্রেসিডেন্ট কুরআন তেলাওয়াত শুনছেন- এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর সাথে একেক জায়গায় এক ধরনের ক্যাপশন দেয়া হয়েছে।
যেমন গিয়াস উদ্দীন নামে একটি ফেসবুক একাউন্টে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে--
"#আলহামদুলিল্লাহ! #আমেরিকা ইতিহাসে এই প্রথমবার সংসদে কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়েছে, আর সবাই তা মনোযোগ সহকারে শুনতেছেন। আমিন।"
আবার অন্য পোস্টে ক্যাপশন দেয়া হয়েছে এভাবে--
"দেখুন করোনা ভয়ে ডোনাল্ট ট্রেম্প শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতে বাধ্য হলেন"
ফ্যাক্ট চেক:
প্রকৃতপক্ষে এসব ক্যাপশনের দাবিগুলো সঠিক নয়। ভিডিওটির সাথে করোনা ভাইরাস মহামারির কোনো সম্পর্ক নেই। এটি ২০১৭ সালের জানুয়ারি মাসে তোলা ভিডিও। আর করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে।
২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার সময় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্য ধর্মগ্রন্থের পাশিপাশি কুরআনও পাঠ করা হয়। সেই অনুষ্ঠানের ভিডিওর একটি অংশই হচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ ২০১৭ সালে একই ভিডিও প্রকাশ করে শিরোনাম দিয়েছিল, "Imam sends message to Trump at inaugural service".
সিএনএনর খবরের লিংক।
এবং ট্রাম্পের শপথানুষ্ঠানে কুরআন তেলাওয়াতের ঘটনা "আমেরিকার ইতিহাসে এই প্রথম সংসদে (US Capitol) কুরআন তেলাওয়াতের ঘটনা" নয়। এর আগেও বিভিন্ন প্রেসিডেন্টের শপথানুষ্ঠানে একাধিক ধর্মগ্রন্থের সাথে কুরআন তেলাওয়াতের ঘটনা ঘটেছে।