সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি পোস্ট করে দাবি করা হচ্ছে, একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৬ ফেব্রুয়ারি ‘Mahedi Hasan’ নামের একটি আইডি থেকে একটি পোস্ট করে বলা হয়, “***ব্রেকিং নিউজ*** একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ! সূত্র:- মিনিস্ট্রি অব বিডি এডুকেশন।”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা শিক্ষা মন্ত্রণালয়। মূলত ২০২৩ সালের নভেম্বরে বরগুনা সরকারি কলেজে ক্লাস চলাকালীন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
কি-ওয়ার্ড সার্চ করে "একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ" শিরোনামে গত ২৩ নভেম্বর প্রকাশিত ঢাকা পোস্টের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বরগুনা সরকারি কলেজে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের পর থেকে ক্লাস চলাকালীন স্মার্টফোন বহন করে কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না ওই শ্রেণির শিক্ষার্থীরা। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ক্লাসে ও ক্যাম্পাসে স্মার্টফোন বহন করে তাহলে কলেজের ভিজিল্যান্স টিম কর্তৃক স্মার্টফোনটি জব্দ করা হবে। স্ক্রিনশট দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) ওয়েবসাইট, সহ দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কোনো ধরণের নোটিশ কিংবা প্রেস রিলিজ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি একইভাবে সার্চ করে দেশের মূলধারার কোন গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে গত নভেম্বরে কেবল দেশের একটি কলেজে নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় নয়।
সুতরাং, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে শিক্ষা মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দিয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুুকে, তা বিভ্রান্তিকর।