সামাজিক মাধ্যম ফেসবুকে একটি শর্ট ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, বলিউড অভিনেতা অক্ষয় কুমার ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৪ এপ্রিল 'Akshay Kumar 02' নামে একটি ফেসবুক পেজে একটি রিলস শেয়ার করা হয়। ভিডিওটিতে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে হাত জোড় করে বলতে শোনা যায়, "থ্যাঙ্ক ইউ, সাপোর্ট ফিলিস্তিন, থ্যাঙ্ক ইউ, লাভ ইউ।" এছাড়াও, ভিডিওটিতে Free Palestine লেখা থাকতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২০ সালে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে মাদকের সাথে বলিউডের সম্পৃক্ততা নিয়ে গুঞ্জন উঠলে নিজের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি পোস্ট করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে ২০২০ সালের ৪ অক্টোবর "All Of Bollywood Not Involved": Akshay Kumar On Drugs Controversy'' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির একটি কি-ফ্রেম খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় চার মিনিটের একটি ভিডিওতে অক্ষয় কুমার বলেছেন অন্যান্য শিল্পের মতো বলিউডেও মাদকের অপব্যবহারের সমস্যা বিদ্যমান, তবে এটি ধরে নেওয়া উচিত নয় যে এই পেশার প্রতিটি ব্যক্তিই এর সাথে জড়িত। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ওই একই বছরের ৩ অক্টোবর ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে 'Akshay Kumar defends Bollywood: It is a request to my fans, do not defame the industry' শিরোনামে আরেকটি প্রতিবেদনেও একই ছবি এবং বক্তব্য খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এর সুত্র ধরে সার্চ করে অক্ষয় কুমারের ইন্সটাগ্রাম একাউন্টে ২০২০ সালের ৩ অক্টোবর পোস্ট করা একটি ইন্সটাগ্রাম পোস্টে আলোচ্য ভিডিওটির অরিজিনাল ভার্সনটি খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে বলিউডের সকল অভিনেতাকে মাদকের সাথে সম্পৃক্ত হিসেবে না ভাবতে দর্শকদের প্রতি অনুরোধ করেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
আলোচ্য ভিডিওটির একটি কি-ফ্রেম এবং ইন্সটাগ্রাম ভিডিওটির একটি কি-ফ্রেমের মিল দেখুন--
অর্থ্যাৎ বলিউডের সাথে মাদকের সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষাপটে ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের ইন্সটাগ্রাম একাউন্টে ২০২০ সালে পোস্ট করা একটি ভিডিওকে এডিট করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং ভিন্ন ঘটনার প্রেক্ষাপটে তৈরি করা অক্ষয় কুমারের একটি পুরোনো ভিডিও এডিট করে তাঁর প্যালেস্টাইনকে সমর্থন করার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।