সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি খুলনা মহাসমাবেশে অংশগ্রহণ করা বিএনপি নেতা-কর্মীদের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ অক্টোবর 'Muhammad Imran' নামে একটি আইডি থেকে একটি ট্রেনের ভিডিও শেয়ার করে বলা হয়, "হরতাল অবরোধ দিয়ে জিয়ার সৈনিকদের দমানো যাবে না। বাঁধা দিলে জনস্রোত বাঁধা ভেঙে দিবে- জনতা ট্রেনে করে স্লোগান দিয়ে প্রবেশ করতেছে খুলনায় আগামীকালের সমাবেশে ✊"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। ট্রেনের ভিডিওটি ২০১৯ সালে গাজীপুরের টঙ্গীতে মুসলিমদের অন্যতম ধর্মীয় সমাবেশ খ্যাত বিশ্ব ইজতেমা চলাকালে ইজতেমার যাত্রীদের বহনকালে ধারণ করা হয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'Train Lover' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৮ এপ্রিল "World Most Crowded Train - Bangladesh Railway" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশন অংশে লেখা থাকতে দেখা যায়, "২০১৯ সালের বিশ্ব ইজতেমার মোনাজাত উপলক্ষ্যে বিশেষ ট্রেন''। মূলত, ২০১৯ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওই বছরের বিশ্ব ইজতেমা। ওই ট্রেনটি আখেরি মোনাজাত উপলক্ষ্যে বিশেষভাবে ইজতেমাগামী যাত্রীদের আনা-নেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, 'JUST TRAIN' নামে আরেকটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি 'World Most Dangerous Train Journey || Ijtema Special Train 2019 | Bangladesh Railway' শিরোনামে প্রকাশিত আরেকটি ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের বিশ্ব ইজতেমা পরবর্তী সময়ে ইজতেমা যাত্রীদের দূর্ভোগের ব্যাপারে ওই ভিডিওটির বর্ণনায় বলা হয়, ইজতেমার শেষ দিনে প্রয়োজনীয় যানবাহনের অভাবে ওই অবস্থার সৃষ্টি হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--
ট্রেনের ভিডিওটির ধারণকাল সম্পর্কে আরো নিশ্চিত হতে সার্চ করে অনলাইন ফটোস্টকার সাইট গেটি ইমেজেসের ওয়েবসাইটে একটি ছবি খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচ্য ভিডিওর দৃশ্যের সাথে মিল রয়েছে। ছবিটি দেখুন--
এবারে, গেটি ইমেজেসের ছবি এবং আলোচ্য ভিডিওটি থেকে নেওয়া স্ক্রিনশটের সাদৃশ্য দেখুন--
এছাড়াও, 'depositphotos' নামে আরেকটি ফটোস্টোকার সাইটেও উক্ত ছবিটি একই সময়ের অর্থ্যাৎ বিশ্ব ইজতেমার সময়ের দাবিতে খুঁজেও পাওয়া যায়।
অর্থ্যাৎ, ২০১৯ সালের ইজতেমা যাত্রীদের বহনকারী ট্রেনের ভিডিওকে খুলনা সমাবেশগামী বিএনপি নেতাকর্মীদের বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।