সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে "রুচির দুর্ভিক্ষ তো সেদিনই শুরু হয়েছে যেদিন ৮ম শ্রেণী পাশ মহিলা প্রধানমন্ত্রী হয়েছে" মর্মে একটি মন্তব্য শেয়ার করে দাবি করা হচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এমনটি বলেছেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ এপ্রিল "মাহমুদ বিন সাজিদ খান" নামের একটি ফেসবুক আইডি থেকে গ্রাফিক কার্ড পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "রুচির দুর্ভিক্ষ তো সেদিনই শুরু হয়েছে যেদিন ৮ম শ্রেণী পাশ মহিলা প্রধানমন্ত্রী হয়েছে। -হিরো আলম” । স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এরকম কোনো মন্তব্য কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার হিরো আলম করেননি।
প্রথমত, পোস্টগুলোতে মন্তব্যের কোনো উৎস দেয়া হয়নি। হিরো আলমের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তার সাম্প্রতিক সময়ে প্রকাশিত কন্টেন্টেও এরকম কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
দ্বিতীয়ত, বুম বাংলাদেশের পক্ষ থেকে অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরণের কোনো বক্তব্য তিনি করেননি। কেউ ব্যক্তি স্বার্থে এ ধরণের বক্তব্য তার নামে প্রচার করে থাকতে পারে উল্লেখ করে হিরো আলম বলেন, "এই মন্তব্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই।"
অর্থাৎ ফেসবুকে ছড়িয়ে পরা উক্তিটি বানোয়াট। এ ধরণের কোনো মন্তব্য হিরো আলমের করেননি।
সুতরাং অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বরাতে সামাজিক মাধ্যমে প্রচারিত উক্তিটি বানোয়াট ও ভিত্তিহীন।