সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ হারিয়েছেন পুলিশ অফিসার হারুন উর রশিদ। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৫ মে 'Khursed Alom' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে লেখা হয়, "ডিবি প্রধানের পদ হারালেন বিতর্কিত পুলিশ অফিসার হারুন উর রশিদ,,,ক্ষমতার অপব্যবহার করে কেউ কখনো টিকে থাকতে পারেনি এবং পারবে ও না,"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়।
প্রথমত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি'র গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান পদে কোনো রদবদল হলে তা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। কিন্তু একাধিকবার সার্চ করেও কোনো সংবাদমাধ্যমেই এ ধরণের খবর প্রকাশিত হতে দেখা যায়নি। বরং মূলধারার গণমাধ্যম মানবজমিন অনলাইন সংস্করনে "সিঙ্গাপুর গেলেন ডিবি হারুন" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা গত ১৩ জুন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনেও মোহাম্মদ হারুন অর রশীদকে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) অর্থাৎ পুরোনো পরিচয়টিই ব্যবহার করা হয়েছে।
আবার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে সিনিয়র অফিসার ডিরেক্টরিতে তার নাম এবং পদবী খুঁজে পাওয়া যায়। অর্থাৎ তিনি এখনো পদে বহাল আছেন। তবে গত ২৪ মে বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৭ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করার খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এখানেও ডিবি প্রধানের কোনো উল্লেখ নেই।
অর্থাৎ হারুন অর রশীদের ডিএমপি'র গোয়েন্দা প্রধানের পদ হারানোর তথ্যটি ভিত্তিহীন।
সুতরাং ডিএমপি'র গোয়েন্দা প্রধানের পদ থেকে হারুন অর রশীদের অপসারণের ভিত্তিহীন তথ্য শেয়ার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।