HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সরকারের পক্ষ থেকে সোলার প্যানেল উপহারের লিংকগুলো ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, লিংকে প্রবেশ করলে স্পানিশ ভাষার একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যা বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট নয়।

By - Mamun Abdullah | 25 April 2024 3:13 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সোলার প্যানেলের ছবি দিয়ে একটি ওয়েবসাইটের লিংক পোস্ট করে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের সরকারি অনুদান হিসেবে সবাইকে এটি দেওয়া হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

৯ এপ্রিল 'DailySearch' নামের একটি পেজ থেকে ছবিযুক্ত লিংকটি পোস্ট করে লেখা হয়, "আপনি সরকারের কাছ থেকে বিনামূল্যে সোলার প্যানেল পেতে পারেন 😲😲😲"। ছবিটির উপরে লেখা রয়েছে, "বিনামূল্যে সোলার প্যানেল পান সরকারী অনুদান 2024"। লিংকটি হল 'BD-SOLAR-PANELS-DIRECT.TODAY' নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



উক্ত ছবি ও লিংকযুক্ত পোস্টগুলোকে ফেসবুকে পেইড স্পনসর হিসেবে বিজ্ঞাপন দিতেও দেখা গেছে। আলোচ্য ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট পেজের অ্যাবাউট সেকশনের স্ক্রিনশট দেখুন--



স্পন্সর পোস্ট হওয়ায় হাজারেরও বেশি ব্যবহারকারী কেবল একটি পোস্টেই বিনামূল্যে সোলার প্যানেল পেতে আগ্রহ প্রকাশ করে কমেন্ট করতে দেখা গেছে। কিছু কমেন্টের স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ২০২৪ সালে সরকারি অনুদান হিসেবে সবাইকে সোলার প্যানেল উপহার দেয়ার দাবিটি ভিত্তিহীন এবং পোস্টে যুক্ত লিংকটি প্রতারণাপূর্ণ।

প্রথমত, ফেসবুকের এ সংক্রান্ত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সব পোস্ট থেকে একই লিংক প্রচার করা হচ্ছে। লিংকটি হল 'solar-power-bangladesh.today'। সবগুলো পোস্ট ও সংশ্লিষ্ট পেজ যাচাই করে দেখা যায়, পেজগুলো থেকে আলোচ্য পোস্ট সংক্রান্ত বিজ্ঞাপন দেয়া হচ্ছে। সবগুলো পেজের অ্যাবাউট সেকশনের 'পেজ ট্রান্সপারেন্সি'তে গিয়ে দেখা যায়, পেজগুলোর দুটি সম্পূর্ণ কানাডা থেকে এবং একটি যুক্তরাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া উপহার সংক্রান্ত কোনো তথ্য সম্পূর্ণ কানাডা বা যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজ হওয়া ফেসবুক পেজ থেকে প্রচার হওয়াটা (বিজ্ঞাপন দিয়ে) সন্দেহজনক। আলোচ্য পোস্টের সংশ্লিষ্ট পেজটিকে ম্যাগাজিন ক্যাটাগরিতে খোলা হয়েছে এবং যা কানাডা থেকে দুজন এডমিন নিয়ন্ত্রণ করছেন, পেজটির 'পেজ ট্রান্সপারেন্সি'র স্ক্রিনশট দেখুন--


 

দ্বিতীয়ত, পেজগুলোর এড লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষার মানুষদের টার্গেট করে সোলার প্যানেল সহ বিভিন্ন লিংক যুক্ত করে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোলার প্যানেল উপহারের জন্য প্রচারিত বিজ্ঞাপনের একই পেজ থেকে বিভিন্ন ধরণের প্রোডাক্টের অফার দিয়ে বিভিন্ন ভাষায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে টার্গেট করে বিজ্ঞাপন প্রচারিত হওয়ার কথা নয়। আলোচ্য পোস্টের পেজসহ একই লিংক প্রচার করা আরো দুটি পেজের এড লাইব্রেরির স্ক্রিনশট দেখুন ধারাবাহিকভাবে--



দ্বিতীয় পেজ--



 তৃতীয় পেজ--



তৃতীয়ত, যাচাই করার উদ্দেশ্যে আলোচ্য পোস্টের লিংকে ('solar-power-bangladesh.today') ক্লিক করে প্রবেশ করলে দেখা গেছে স্বয়ংক্রিয়ভাবে ডাইভার্ট করে ভিন্ন একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, যেটি স্প্যানিশ ভাষার একটি ওয়েবসাইট। ‍ওয়েবসাইটের একপাশে ব্যক্তিগত তথ্য ইনপুট দিয়ে নিবন্ধন করতে বলা হচ্ছে। স্ক্রিনশট দেখুন--



চতুর্থত, সম্পূর্ণ ওয়েবসাইট ঘেঁটে এর সাথে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কোনো মন্ত্রনালয় বা বিভাগের সম্পৃক্ত থাকার কোনো তথ্য বা নমুনা খুঁজে পাওয়া যায়নি।

পঞ্চমত, সম্প্রতি সরকারের পক্ষ থেকে সোলার প্যানেল উপহার দেয়া হচ্ছে কিনা জানতে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করেও এ ধরণের কোনো তথ্য মূলধারার গণমাধ্যম সহ নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই সরকার এমন একটি প্রকল্প হাতে নিলে গণমাধ্যমে কিংবা সরকারি দপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাওয়ার কথা।

ষষ্ঠত, কি-ওয়ার্ড সার্চ করে সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে গিয়ে এমন কোনো অনুদানের তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি, বিদ্যুৎ বিভাগের অন্যতম সেল 'টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)' এর ওয়েবসাইটে গিয়েও এ ধরণের কোনো অনুদানের তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন-- 



সবশেষে এ বিষয়ে আরও নিশ্চিত হতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এর হটলাইনে কল দিয়ে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সোলার প্যানেল উপহার দেয়ার বিষয়টি সঠিক নয় বলে বুম বাংলাদেশকে জানানো হয়।

অর্থাৎ ২০২৪ সালে অনুদান হিসেবে সরকারের পক্ষ থেকে সোলার প্যানেল প্রদানের ঘোষণা দেওয়া হয়নি।

সুতরাং সরকারের পক্ষ থেকে সবাইকে সোলার প্যানেল উপহার দেয়া সংক্রান্ত ফেসবুকে বিজ্ঞাপন দেয়া পোস্টগুলো বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ।

Related Stories