সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৪ জানুয়ারি 'Top News Today' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "গণধোলাই খেয়ে নির্বাচন বর্জন করলো জিএম কাদের || Election Update News || Bnp Election News || Bd News"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার দল জাতীয় পার্টি ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ক্যাপশনে জি এম কাদেরের নির্বাচন বর্জন করার কথা বলা হলেও ভিডিওর ভিতরে জিএম কাদেরের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দিতে দেখা যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ফেসবুক পেজে গত ৫ জানুয়ারি অর্থাৎ, ২০ ঘন্টা আগে পোস্টকৃত "জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না, জানালেন জি এম কাদের" ক্যাপশন যুক্ত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে বাংলাভিশনের একজন সাংবাদিককে জি এম কাদেরকে "নির্বাচনে শেষপর্যন্ত শক্ত অবস্থানে থাকবেন নাকি অন্য পরিকল্পনা আছে?" জিজ্ঞেস করতে দেখা যায়। প্রশ্নের উত্তরে জিএম কাদেরকে বলতে দেখা যায়, "নির্বাচনের আর একদিন আছে। এখন আর মনে হয় না অন্যকিছু করার সুযোগ আছে।... আমরা নির্বাচনে থাকবো।" অর্থাৎ, জাতীয় পার্টি নির্বাচন বর্জন করছে না বলে গণমাধ্যমকে জানান জিএম কাদের। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্বাচন বর্জনের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্বাচন বর্জনের ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।