সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, তাইওয়ানের কাছে বিমান হামলায় ব্যর্থ হয়েছে চীন। দেখুন সেই ভিডিওটি এখানে।
গত ২৬ ডিসেম্বর 'Gorib gaming' নামের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে একটি বিমানে টানা হামলা করতে দেখা যায়। পোস্টের বর্ণনায় বলা হয়, "আবারো চিন তাইওয়ানের কাছে বিমান হামলায় ব্যর্থ দেখুন কিভাবে"। অর্থাৎ দাবি করা হচ্ছে, চীন এবং তাইওয়ানের মুখোমুখি কোনো এক যুদ্ধের ৪ মিনিট ১০ সেকেন্ডের ভিডিও এটি। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
সেই ভিডিওটিতে প্রায় ২ হাজারের বেশি কমেন্ট পড়েছে যেখানে অসংখ্য কমেন্টে দর্শক বিভ্রান্তিতে পড়ছে যে ভিডিওটি ঠিক কিসের। দেখুন এমন কিছু কমেন্টের নমুনা--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব কোন যুদ্ধের নয়। মূলত একটি ভিডিও গেমের অংশবিশেষ রেকর্ড করে এভাবে প্রকাশ করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চিং টুল এবং ইনভিড ব্যবহার করে প্রকৃত ভিডিওটি ইউটিউবে পাওয়া গেছে। ২০২১ সালের ৯ জানুয়ারি 'ArmA 3 - A-10 Warthog/Thunderbolt II in Action vs C-RAM - Phalanx CIWS - C RAM - Tracer - Simulation' শিরোনামে একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছিল। দেখুন--
মূলত ৪ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিওটি আরমা থ্রি (Arma 3) নামক একটি ভিডিওগেমের ক্লিপ। দেখুন ভিডিওটি এখানে।
এছাড়া একই গেমের এ সংক্রান্ত আরেকটি ক্লিপ দেখুন একই ইউটিউব চ্যানেল Compared Comparison এ।
আরমা থ্রি গেম নিয়ে একটি নিউজ আর্টিকেল দেখুন--
পড়ুন এখানে।
অর্থাৎ একটি গেমের ক্লিপকে অস্পষ্ট শিরোনাম ও বর্ণনায় চীন বনাম তাইওয়ানের বাস্তব যুদ্ধ হিসেবে পোস্ট করা হয়েছে, যা অনেকের জন্য বিভ্রান্তিকর।