"ভারত জুড়ে হৈচৈ! আল্লাহ, নবী (সাঃ) কে স্বীকার করলেন মোদী। আমি এখনো বিশ্বাস করতে পারছি না।"
এমন ধর্মীয় আবেগপ্রবণ ক্যাপশন যুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
চলতি বছরের ২৭ মার্চ "Salah উদ্দিন" নামে একটি ফেসবুক পেইজে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে শোনা যাচ্ছে মোদি বলছেন--
"Its message is beyond the confines of schools and sects. It's a spiritual quest that traces its origin from the Holy Prophet and the fundamental values of Islam, which literally means peace.
And, it reminds us that when we think of the 99 names of Allah, none stand for force and violence, and that the first two names denote compassionate and merciful. Allah is Rahman and Raheem."
অর্থাৎ, এখানে নরেন্দ্র মোদি মুসলিমদের একটি সম্মেলনে যোগ দিয়ে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে ভালো কিছু কথা বলেছেন।
ভিডিও প্রকাশের তারিখ দেখে যে কেউ ধরে নিতে পারেন যে, মোদি অতিসম্প্রতি এসব কথা বলেছেন, এবং তা নিয়ে বর্তমানে ভারতে 'হৈচৈ' চলছে; যেমনটি ক্যাপশনে দাবি করা হয়েছে।
যদিও অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি ২০১৬ সালের ১৭ মার্চ দিল্লিতে All India Ulama and Mashaikh Board এর আয়োজিত বিশ্ব সুফি ফোরামের সম্মেলনে মোদির দেয়া বক্তব্যের অংশ। পুরো ভিডিওটি দেখুন এখানে।
ভারতীয় সংবাদমাধ্যমে ২০১৬ সালে মোদির বক্তব্য নিয়ে প্রতিবেদন পড়ুন এখানে।
ভিডিওটির বক্তব্য মোদির হলেও নতুন করে চটকদার ক্যাপশন যুক্ত করে এটির প্রচার বিভ্রান্তিকর।