ফেসবুকে একটি ভিডিও বেশ কিছু প্রোফাইল এবং পেইজ থেকে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, সম্প্রতি মৃত্যুবরণ করা দেওয়ানবাগের পীর মাহবুবে খোদার কবরে আগুন জ্বলছে। দেখুন এমন কিছু পোস্টের লিঙ্ক এখানে এবং এখানে।
LN Shuvo নামের আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার শিরোনাম ছিল "দেওয়ানবাগী কবরে আগুন ধরে গেছে দেখুন আল্লাহর গজব"। ভিডিওটিতে একজন বক্তাকে একটি বড় গর্তে লাগা আগুনকে দেওয়ানবাগীর কবরে আগুন বলে দাবি করতে শোনা যায়। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ উক্ত ভিডিওটি যাচাই করতে যেয়ে দেখে, ভিডিওটি পুরোনো। একাধিক ইউটিউব চ্যানেলে ভিডিওটির বিভিন্ন ভার্সনে ২০১৯ সালের মার্চ-এপ্রিলে পোস্ট করতে দেখা গেছে। ভিডিওটির একটি দীর্ঘতর ভার্সন দেখা যায়, Legend Pagla 69 নামক একটি ইউটিউব চ্যানেলে যেটি আপলোড করা হয়, ২০১৯ সালের এপ্রিল মাসে। দেখুন সেই ভিডিওটির স্ক্রিনশট--
এই ভিডিওতেও কবরে আগুন লাগার যে তথ্য দেয়া হয়েছে সেটির পেছনের মূল ঘটনা কী তা নিশ্চিত হওয়া যায়নি। আদৌ এটি কোনো কবর কিনা সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ২০১৯ সালের এই ভিডিও ব্যবহার করে দেওয়ানবাগীর কবরে আগুন লাগার দাবি করা সম্পূর্ণ ভুয়া। কারণ দেওয়ানবাগী পীর মারা গেছেন ২০২০ সালের ২৮ ডিসেম্বর।