HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কৃষিকাজের নকশাটি কাঠের উপরে করা

বুম বাংলাদেশ দেখেছে, থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠান কাঠের উপরে কৃষিকাজের নকশাটি তৈরি করে।

By - Ummay Ammara Eva | 3 Nov 2022 1:29 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, একটি ধানের উপরে কৃষিকাজের নকশা করা হয়েছে। ওরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

গত ২৭ অক্টোবর 'রকমারি রান্না-বান্না' নামের একটি ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লেখা হয়, "কত্তো সুন্দর নকশা🥰🥰🥰। একটা ধান যার উপরে মাইক্রোস্কোপের সাহায্যে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রক্রিয়া নকশা করা হয়েছে।" স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ধানের উপরে মাইক্রোস্কোপের সাহায্যে কৃষিকাজের সামগ্রিক প্রক্রিয়াকে নকশা আকারে খোদাই করার দাবিটি সঠিক নয়। থাইল্যান্ডের Prompt Design নামে একটি প্রতিষ্ঠান ধানের আকৃতির কাঠের অবয়বে খোদাই করে নকশাটি তৈরি করে।

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে packagingoftheworld.com নামের একটি ওয়েবসাইটে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর 'HEALTHY FOOD HEALTHY LIFE – THAI WISDOM RICE' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই ওয়েবসাইটটি ডিজিটাল ডিজাইনের উপর কাজ করে। ওই প্রতিবেদনে ছবিটি সম্পর্কে বলা হয়েছে, Prompt Design নামে একটি প্রতিষ্ঠান TORCH GROUP CO.,LTD.-এর জন্য ওই ডিজাইনটি তৈরি করে। স্ক্রিনশট দেখুন--


ওই নিবন্ধটিতেই একটি ছবি যুক্ত করা হয় যেখানে একটি কাঠের উপরে খোদাই করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--


 উক্ত নিবন্ধে উল্লেখ করা আছে, ডিজাইনটি কাঠের উপরে করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে

Prompt Design-এর ওয়েবসাইটে গিয়ে আলোচ্য ছবিটির বেশ কিছু দিক থেকে তৈরি করা স্থিরচিত্র এবং এনিমেশন ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে ছবিগুলোর ব্যাপারে বলা হয়েছে, মেশিন ব্যবহার না করে চাল উৎপাদনের প্রক্রিয়া ওই কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে

আরো সার্চ করে 'worldbranddesign.com' নামের একটি ওয়েবসাইটে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর 'Thai Wisdom Rice by Prompt Design' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। WABDS Awards নামের ওই প্রতিষ্ঠানটি কর্পোরেট ও ভোক্তাপর্যায়ে সৃজনশীল ব্র্যান্ড ডিজাইনের উপর পুরস্কার প্রদান করে। স্ক্রিনশট দেখুন---

নিবন্ধটি দেখুন এখানে

অর্থ্যাৎ কাঠের উপরে খোদাই করা নকশার ছবিকে ধানের উপরে মাইক্রোস্কোপের সাহায্যে করা কৃষিকাজের নকশা বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories