HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

৮২৩ বছর পর ফেব্রুয়ারিতে সপ্তাহের সাত দিন চার বার করে আসার ভুয়া দাবি

বুম বাংলাদেশ দেখেছে, কেবল অধিবর্ষ (Leap year) বাদে অধিকাংশ বছরই ফেব্রুয়ারি মাসে সপ্তাহের সাত দিন চার বার করে আসে।

By - Md Abdullah Khan | 11 Feb 2023 1:10 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দাবি করা হচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত দুর্লভ, কারণ সপ্তাহের সাতটি দিন সমান চার বার করে আসবে। বলা হচ্ছে, ৮২৩ বছর পর এমন একটি মাস আসে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে

গত ৯ ফেব্রুয়ারি 'Don Chowdhury' নামের একটি ফেসবুক আইডি থেকে করা পোস্টে লেখা রয়েছে "২০২৩ সালের ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত দুর্লভ, কারন সপ্তাহের সাতটি দিন সমান চার বার করে আসবে। ৮২৩ বছর পর এমন একটি মাস ফেরত আসে। শনিবার ৪টি রবিবার ৪টি সোমবার ৪টি মঙ্গলবার ৪টি বুধবার ৪টি বৃহস্পতিবার ৪টি শুক্রবার ৪টি ক্যালেন্ডার দেখুন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, তথ্যটি সঠিক নয়। অধিবর্ষ (Leap year) বাদে বাকি অধিকাংশ বছরই ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনই চার বার করে আসে। এভাবে ২০২১, ২০২২ ইংরেজি সনের বর্ষপুঞ্জিতে ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনই চার বার করে এসেছিল এবং ২০২৫ ও ২০২৬ সালেও আসবে।

গত কয়েক বছরের ক্যালেন্ডার পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, ২০২১ ও ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনই চার বার করে এসেছিল। যেভাবে ২০২৩ সালে এসেছে। টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইটে দেয়া উক্ত মাসগুলির ক্যালেন্ডার দেখুন--


আবার, পরবর্তী অধিবর্ষ (Leap year) ২০২৪ সালে হওয়ায় এই বছরটি বাদ দিলে ২০২৫ এবং ২০২৬ সালেও ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনই চার বার করে আসবে। 


অর্থাৎ ৮২৩ বছর পর ২০২৩ সালে বিশেষ কোনো ফেব্রুয়ারি দেখা যাবে এমন দাবিটি সঠিক নয়। মূলত অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে একটি দিন অতিরিক্ত যুক্ত হয়, এ ছাড়া প্রায় প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে সাতটি দিনই চার বার করে আসে।

বুম বাংলাদেশ আগেও এ ধরণের দাবি যাচাই করেছে।

সুতরাং ৮শ' ২৩ বছর পর ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনই চার বার ঘুরে ফিরে আসবে, এই তথ্যটি সঠিক নয় বরং বিভ্রান্তিকর।

Tags:

Related Stories