সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নামে একটি উক্তি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একই উক্তি ডাঃ দীপু মনি নামক একটি ভুয়া পেইজ থেকেও প্রকাশ করা হয়। এখানে দেখুন।
ডাঃ দীপু মনির নামে ছড়ানো উক্তিটি হচ্ছে, "আলেমগণ ধর্ষক হয়না, ধর্ষক আলেম সাজে! নামাজী জুতা চুরি করেনা বরং চোর নামাজী সাজে! মুসলিম সন্ত্রাসী হয়না, সন্ত্রাসী মুসলিম সাজে!"
ফ্যাক্ট চেক:
অনুসন্ধানে দেখা গেছে, উল্লেখিত উক্তিটি মূলত ২০১৯ সালের এপ্রিল Sayeed Nooman Opu নামক আইডি থেকে সর্বপ্রথম
পোস্ট করা হয়।
অনুসন্ধানে দেখা গেছে, উল্লেখিত উক্তিটি মূলত ২০১৯ সালের এপ্রিল মাসে কিছু ফেসবুক আইডিতে প্রথম পোস্ট করা হয়। এর মধ্যে সবচেয়ে পুরোনো পোস্টটি Mostofa Kamal Bachchu নামক একটি আইডিতে করা হয়; যেখানে দীপুর উদ্ধৃতি হিসেবে সেটিকে উল্লেখ করা হয়নি।
সেই উক্তিটিকেই ডাঃ দীপু মনির নামে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়। এর বাইরে ডাঃ দীপু মনির নামে কোথাও এমন কোন বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও ডাঃ দীপুমনির নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতেও এরকম কোন পোস্ট নেই। কোনো সংবাদমাধ্যমেও তার এমন কোনো বক্তব্য প্রকাশিত হয়নি।