সামাজিক মাধ্যমে কৃষ্ণাঙ্গ দুই শিশুর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, এটি মধ্য আফ্রিকায় মুসলিম শিশুদের উপর ফ্রান্সের তত্ত্বাবধানে চালানো নির্যাতন ও হত্যার ছবি। স্ক্রিনশট দেখুন-
ফ্যাক্ট চেক:
গুগল রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায় এই ছবিটি কেনিয়ার নাইরোবিতে চুরির দায়ে দুই শিশুকে উত্তেজিত জনতা কর্তৃক নির্যাতনের ছবি। আফ্রিকান কিছু সংবাদ মাধ্যমে এরকম খবরই এসেছে। দেখুন এখানে ও এখানে। যদিও নির্ভরযোগ্য কোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরটি আসেনি।
তবে চুরির দায়ে স্থানীয়দের কর্তৃক নির্যাতনের অসমর্থিত খবর পাওয়া গেলেও এটি যে মধ্য আফ্রিকায় শিশুদের উপর ফ্রান্সের তত্ত্বাবধানে চালানো নির্যাতনের ছবি অন্ততঃ এমন দাবির পক্ষে কোন ধরণের খবর আফ্রিকান কিংবা আন্তর্জাতিক মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমেও নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এমন কিছু পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ততকালীন প্রেসিডেন্ট ফ্রান্সোয়া বোজিজে অপসারিত হলে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়। খৃষ্টান ও মুসলমান গ্রুপসমূহের মধ্যে সংঘর্ষ ব্যাপক হলে এক পর্যায়ে সেখানে ফ্রান্স হস্তক্ষেপ করে। অবশেষে ২০১৬ সালের অক্টোবরে মিশনকে সফল অভিহিত করে ফ্রান্স দেশটি থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে। বিবিসির প্রতিবেদন দেখুন।
সুতরাং এটা নিশ্চিত যে, এই ছবিটি মধ্য আফ্রিকান শিশুদের উপর ফরাসী তত্ত্বাবধানে চালানো নির্যাতনের নয়।