সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, সাবেক সাংসদ গোলাম মাওলা রনি গ্রেফতার হয়েছেন। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ১৫ অক্টোবর 'Zaima Rahman' নামের ফেইসবুক পেজ থেকে একটি খবর পোস্ট করা হয় যেখানে লেখা ছিল, "ধর্মীয় উস্কানির অভিযোগে সাবেক সাংসদ গোলাম মাওলা রনি গ্রেপ্তার I সূত্র : ৭১ টিভি"। অর্থাৎ বাংলাদেশের মূলধারার টিভি চ্যানেল ৭১ টিভি এর সুত্র দিয়ে দাবি করা হচ্ছে রাজনীতিবিদ ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনি ধর্মীয় উস্কানি দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, গোলাম মাওলা রনির গ্রেফতারের খবরটি ভিত্তিহীন। প্রথমত, গোলাম মাওলা রনি বাংলাদেশের একজন আলোচিত রাজনীতিবিদ এবং সাংসদ হওয়ায় তার গ্রেফতারের খবর মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু ৭১ টিভিসহ কোনো সংবাদমাধ্যমে গোলাম মাওলা রনির গ্রেফতার সংক্রান্ত কোনো খবর খুঁজে পায়নি বুম বাংলাদেশ।
দ্বিতীয়ত, গোলাম মাওলা রনির গ্রেফতার সম্বলিত ভাইরাল ফেসবুক পোস্টটি দেয়া হয়েছিল ১৫ অক্টোবর সন্ধ্যা ছয়টায়। কিন্তু আজ ১৮ অক্টোবর গোলাম মাওলা রনির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং আইডি থেকে তাঁকে ভিডিও পোস্ট করতে দেখা যাচ্ছে। দেখুন ১৮ অক্টোবরে শেয়ার করা তার সর্বশেষ পোস্টটি এখানে--
এছাড়াও এ সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি 'গোলাম মাওলা' নামের এক ব্যক্তির গ্রেফতারের খবর পাওয়া গেছে একাধিক গণমাধ্যমে। গত ১৫ অক্টোবর সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউবে অপপ্রচারের অভিযোগে গোলাম মাওলা (২৬) নামের এই যুবককে গ্রেফতার করেছে র্যাব। দেখুন এর সংক্রান্ত একটি প্রতিবেদন--
আরো পড়ুন এ সংক্রান্ত যুগান্তরের একটি প্রতিবেদন এখানে।
ধারণা করা যায়, গত ১৫ অক্টোবর 'গোলাম মাওলা' নামের ওই যুবকের গ্রেফতারের খবরের সাথে রাজনীতিবিদ গোলাম মাওলা রনির নামের মিল থাকায়, তাঁর নামের সাথে মিলিয়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
তাই রাজনীতিবিদ ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনির গ্রেফতারের দাবিটি ভিত্তিহীন।