HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তি থেকে বাংলাদেশিদের বাদ পড়ার খবরটি অসত্য

ফুলব্রাইট স্কলারশিপ সংক্রান্ত ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশিত খবর যাচাই করে এটি নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।

By - Minhaj Aman | 16 Dec 2021 12:14 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক পেজ ও প্রোফাইল থেকে দাবি করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির তালিকা থেকে বাংলাদেশিদের বাদ দেয়া হয়েছে। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে

আজ ১২ ডিসেম্বর 'সাংবাদিক Journalist' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে লেখা হয়, 'বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ 'ফুলব্রাইট' থেকে বাংলাদেশিদের বাদ দেয়া হয়েছে।' দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


এছাড়া খোঁজ করে দেখা গেছে, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪ ডটকম, দৈনিক ইনকিলাব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ একাধিক মূলধারার গণমাধ্যমে এ খবরটি প্রকাশিত হয়েছিল। তবে সেগুলো পরে সরিয়ে নেয়া হয়। দেখুন এমন দুটি স্ক্রিনশট–




ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদানকৃত ফুলব্রাইট বৃত্তি থেকে বাংলাদেশিদের বাদ পড়ার খবরটি অসত্য। মার্কিন দূতাবাসের 'ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স' এর অধীন ফুলব্রাইট স্কলারশিপ পোগ্রামের ওয়েবসাইট এবং একাধিক গণমাধ্যমের প্রাপ্ত সংবাদ এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটটে দেখা গেছে, এখনো তারা বিভিন্ন ক্যাটাগরিতে ফুলব্রাইট বৃত্তির আবেদন গ্রহণ করছে। দেখুন স্ক্রিনশট--


দেখুন সেই লিংক এখানে

তবে সেখানে মার্কিন নাগরিকদের জন্যে (For U.S. citizens) একটি ট্যাব আছে। সেখানে ক্লিক করলে বলা হচ্ছে, ২০২১-২২ সময়কাল থেকে মার্কিন শিক্ষার্থী এবং গবেষকদের বাংলাদেশ সফরের ফুলব্রাইট স্কলারশিপ বন্ধ রাখা হয়েছে। দেখুন--


একই বক্তব্য পাওয়া গেছে মার্কিন নাগরিকদের ফুলব্রাইট স্কলারশিপ প্রদানের বিস্তারিত সম্বলিত ওয়েবসাইট 'awards.cies.org' এ। দেখুন--


লিংকটি দেখুন এখানে। একই ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই ওয়েবসাইটের বৃত্তিটি কেবলমাত্র মার্কিন নাগরিকদের জন্য। দেখুন তাদের ওয়েবসাইটের এই অংশের স্ক্রিনশট--


এই লিংকটি দেখুন এখানে। 

এছাড়া বরং দেখা গেছে, আজ ১২ ডিসেম্বর বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশিদের জন্যে ফুলব্রাইট বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। দেখুন--

Full View

এছাড়া সেই একই পোস্টে একজন কমেন্টকারী যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট পোগ্রাম থেকে বাংলাদেশীদের বাদ পড়া নিয়ে জানতে চাইলে জবাবে বলা হয়, এখনো বাংলাদেশিরা এই আবেদনের জন্য যোগ্য। দেখুন--


পরবর্তীতে বিবিসি বাংলার এক প্রতিবেদনেও দূতাবাসের একজন মুখপাত্র বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশি শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান আছে এবং এবিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আসেনি। 

এছাড়া সেখানে আরো উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের বৃত্তি নিয়ে বাংলাদেশে আসার কর্মসূচি কয়েক বছর ধরে বন্ধ আছে। সেটিই ফুলব্রাইট কর্মসূচির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। দেখুন–


বিবিসির প্রতিবেদনটি পড়ুন এখানে। 

অর্থাৎ বাংলাদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তি বন্ধ হওয়ার দাবিটি অসত্য এবং ভিত্তিহীন।

Related Stories