সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের সূত্র দিয়ে একটি পোস্ট করে বলা হচ্ছে, দেশে গাঁজা ও মাদক কারবারের মূলহোতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়- এ তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। এরকম কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ সেপ্টেম্বর 'Md Siddikur Rahman Siddik' নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "দেশে গাঁজা ও মাদক কারবারের মূলহোতা ছিলেন, জয়, দাবি গোয়েন্দা পুলিশের। সোর্স যমুনা টিভি"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। যমুনা টেলিভিশন আলোচ্য তথ্যসহ কোনো সংবাদ প্রচার করেনি বলে নিশ্চিত করেছেন চ্যানেলটির হেড অব ডিজিটাল মুরশিদুজ্জামান হিমু।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে ওয়েবসাইটে এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, পত্রিকাটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও এ ধরণের কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে অন্যান্য গণমাধ্যমগুলোতেও আলোচ্য দাবির পক্ষে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরে এ বিষয়ে জানতে যমুনা টেলিভিশনের সাথে বুম বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। যমুনা টেলিভিশনের হেড অব ডিজিটাল মুরশিদুজ্জামান হিমু বুম বাংলাদেশকে জানান, তারা এমন কোনো প্রতিবেদন বা তথ্য প্রকাশ করেননি।
অর্থাৎ দেশে গাঁজা ও মাদক কারবারের মূলহোতা ছিলেন জয়, দাবি গোয়েন্দা পুলিশের-এরকম কোনো প্রতিবেদন প্রকাশ করেনি যমুনা টেলিভিশন।
সুতরাং যমুনা টেলিভিশনের সূত্র ব্যবহার করে ভিত্তিহীন তথ্য পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।