'ব্রেকিং নিউজঃ আগামী ৩০ মে ২০২১ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। সুত্রঃ মাউশি' এরকম বর্ণনার একটি খবর সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও গ্রুপ থেকে পোস্ট করা হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল-কলেজ খোলা হবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ শনিবার আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়। এই বৈঠক পরবর্তী সিদ্ধান্তকে ঘিরেই ফেসবুকে এমন পোস্ট করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে এই তথ্যটি সত্য নয়। শিক্ষা মন্ত্রণালয় ও মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র মতে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ থেকে স্কুল কলেজ খুলবে।
সুতরাং ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়কে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে প্রচার করা বিভ্রান্তিকর।