ফেসবুকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক ও বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে উদ্ধৃত করে করোনা মোকাবেলায় বিভিন্ন স্বাস্থ্যগত পরামর্শ ছড়ানো হচ্ছে। এছাড়া তার নামে পেজ ও আইডি খুলেও তাকে উদ্ধৃত করে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।
আরেকটি পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে সেব্রিনা ফ্লোরা ফেসবুকে কোন পরামর্শ লিখে শেয়ার করেন না। তার যা বক্তব্য থাকে সেগুলা তিনি সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সেই বলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুকের মাধ্যমে কখনও এ ধরনের প্রচার–প্রচারণা চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর বা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বহন করবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইডিসিআর ইতিমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে।
এছাড়া গতবছরের এপ্রিল মাসেও ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নামে একই ধরণের ফেসবুক পোস্ট সর্বপ্রথম ভাইরাল হয়। তখন বুম বাংলাদেশ সেটি যাচাই করে ডাঃ সেব্রিনার লেখা নয় বলে চিহ্নিত করে। 'এগুলো মীরজাদী সেব্রীনা ফ্লোরার পরামর্শ নয়' নামের সেই রিপোর্টটি ১৮ মে ২০২০ সালে প্রকাশিত হয়।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে আইইসিডিআরের পরিচালক হিসেবে প্রতিদিন গণমাধ্যমের সামনে ব্রিফিং করে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরতেন সেব্রিনা। তখন থেকে দেশব্যাপী ব্যাপক পরিচিত পান এই কর্মকর্তা।