সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের লোগো যুক্ত করে একটি ছবি পোস্ট করা হচ্ছে। ফটোকার্ডটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ছবি যুক্ত একটি ছাদখোলা বাসের ছবি দেখতে পাওয়া যায়। দাবি করা হয়, সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারীদের বরণ করতে তাদের ছবিযুক্ত এই বাস প্রস্তুত করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
৬ ঘন্টা আগে 'Md. Jakir Hossain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোরের লোগোযুক্ত একটি ছবি পোস্ট করে বলা হয়, "খুব না বলসিলেন ছবি নাই বাসে?এইটা কী তাহলে?আগের ছবি নিয়ে খুব লাফাইসিলেন, নেন এখন লাফান। এদের বিচার এই বাংলার মাটিতেই হবে!!! (একটু আগে ছবিটা এক ভাই পাঠাইলো,এখন দেখতেসি চ্যানেলগুলাতেও দেওয়া শুরু করসে)"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া এবং বাসের ছবিটি এডিট করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ছবি বসানো হয়েছে। এছাড়া, চ্যানেল টোয়েন্টিফোরের লোগো থাকলেও গণমাধ্যমটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছে, তারা এমন ফটোকার্ড তৈরি করেনি।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গতকাল ৩১ অক্টোবর সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে "ট্রফি নিয়ে ফিরছেন সাবিনারা, প্রস্তুত ছাদখোলা বাস" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে অরিজিনাল ছবিটি পাওয়া যায়। সেখানে দেখা যায় সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী নারী ফুটবলারদের বরণ করতে যে ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে, সেখানে সরকার প্রধান, কোনো উপদেষ্টা বা কোনো সমন্বয়কের ছবি নেই। স্ক্রিনশট দেখুন--
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বাসটি সাজানোর বিষয়ে উল্লেখ করা হয়, "বিআরটিসি বাসটি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিও স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে থাকছে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে থাকছে সেরা গোলকিপার রুপনা চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত।"
এছাড়া সাবিনাদের বরণ করতে প্রস্তুত এবারের ছাদখোলা বাসের ভিন্ন ছবি সহ যমুনা টিভির অনলাইন, আমাদের সময় ডট কম ও সময়ের আলো সহ অসংখ্য গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব ছবিতেও ছাদখোলা বাসে সরকার প্রধান, কোনো উপদেষ্টা বা সমন্বয়কের ছবি নেই।
এদিকে, এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ীদের বরণ করতে তৈরি ছাদখোলা বাসে বিশেষ কারো ছবি না থাকা নিয়ে সার্চ করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়, যেখানে চলতি বছরের প্রস্তুত করা বাসের ছবি এবং গতবছরে প্রস্তুত করা বাসের ছবি যুক্ত করেছেন। চলতি বছরের ছবিতে দেখা যায় বিশেষ কারো ছবি দেয়া নেই এবং গতবছরের ছবিতে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ছবি বড় করে দেয়া রয়েছে। পোস্টে ক্রিড়া উপদেষ্টা উল্লেখ করেন, "আগে বাসে কতকিছু থাকতো, এবার কেমন ফাঁকা ফাঁকা"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটির প্রিভিউ দেখুন--
অর্থাৎ এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ীদের জন্য প্রস্তুত করা ছাদখোলা বাসে সরকার প্রধান কিংবা কোনো উপদেষ্টার ছবি নেই বরং শুধু খোলোয়াড়দের ছবি দিয়েই সাজানো হয়েছে।
এছাড়া, কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য ছবিটির মত কোনো ছবি চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে চ্যানেল টোয়েন্টিফোরের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ ঘন্টা আগে (৩১ অক্টোবর) করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে বলা হয়,"চ্যানেল-২৪ এর নামে ছড়ানো এই ছবি ভুয়া"। ফেসবুক পোস্টটি দেখুন--
সুতরাং এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ীদের বরণ করতে ছাদখোলা বাসের ছবি এডিট করে প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা ও সমন্বয়কদের ছবি যুক্ত করে এতে চ্যানেল টোয়েন্টিফোরের লোগো বসিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।