সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন, অশালীন কাপড় পড়ে নারীরা রাস্তায় বের হলে উন্মুক্ত স্থানে আলকাতরা লাগিয়ে দিন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
২ ঘন্টা আগে (২৭ সেপ্টেম্বর) 'আব্দুল আলীম তুষার' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "অশালীন কাপড় পরে নারীরা রাস্তায় বের হলে শরীরের উন্মুক্ত স্থানে আলকাতরা লাগিয়ে দেওয়ার ঘোষনা দিলেন আল্লামা মামুনুল হক! আমার জানার ইচ্ছা এই আলকাতরা হুজুররা কি করে লাগাবেন!"। এছাড়াও, ফটোকার্ডটিতে লেখা রয়েছে, "অশালীন কাপড় পড়ে নারীরা রাস্তায় বের হলে উন্মুক্ত স্থানে আলকাতরা লাগিয়ে দিন - মামুনুল হক"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি আসল নয় বরং নকল। যমুনা টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে "অশালীন কাপড় পড়ে নারীরা রাস্তায় বের হলে উন্মুক্ত স্থানে আলকাতরা লাগিয়ে দিন - মামুনুল হক"- শিরোনামের কোনো সংবাদ যমুনা টিভি সহ অন্য কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটিতে খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হকের ব্যাপারে প্রচারিত আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের তৈরি করা নয়। যমুনা টেলিভিশনের লোগো যুক্ত করে এডিটের মাধ্যমে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, হেফাজত নেতা মামুনুল হক এমন কোনো বক্তব্য দিয়েছেন বলে তা অন্যকোনো মাধ্যমেও খোঁজ করে পাওয়া যায়নি।
সুতরাং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য সহ ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে।