সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দুটি ছবির কোলাজ সহ অনলাইন পোর্টালের খবরের লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী সাই পল্লবী ইসলাম গ্রহণ করেছেন। কোলাজ ছবিতে ওই অভিনেত্রীর বোরকা পরা একটি ছবিও দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ জানুয়ারি 'অচেনা সেই ছেলে ' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে লেখা হয়, "সিনেমা জগৎ কে বিদায়, নিজ ধর্ম পরিবর্তন করে মুসলমান হলেন তামিল সুপার হিট নায়িকা, সাই পল্লবী"। ওই পোস্টের স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী সাই পল্লবীর ইসলাম গ্রহণের খবরটি ভিত্তিহীন।
অনলাইন পোর্টালের খবরের শিরোনামে অভিনেত্রী সাই পল্লবীর ইসলাম গ্রহণের সংবাদ জানানো হলেও বিষয়বস্তুতে এ রকম কোন তথ্য নেই। বরং খবরটির ভিতরে সম্প্রতি নিজের অভিনীত সিনেমা 'শ্যাম সিংহ রায়' দেখতে বোরকা পরে সাই পল্লবীর হলে যাওয়ার খবর দেয়া হয়েছে। অর্থাৎ শিরোনামের সাথে খবরের বিষয়বস্তুর কোন মিল নেই।
আবার বিষয়বস্তুর খবরটিও কপি করা। গত ২ জানুয়ারি অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ-এ "বোরকা পরে সিনেমা হলে সাই পল্লবী" শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়বস্তু হুবহু কপি করে কপিরাইট এড়াতে বাক্য ও শব্দের মাঝে অযাচিত যতি চিহ্ন ব্যবহার করে আলোচ্য অনলাইন পোর্টালগুলোতে বিভ্রান্তিকর শিরোনামের সাথে প্রকাশ করা হচ্ছে। জাগো নিউজের খবরটির কোথাও সাই পল্লবীর ইসলাম গ্রহণের কথা উল্লেখ নেই। খবরের স্ক্রিনশট দেখুন--
জাগোনিউজ এর প্রতিবেদন এবং ভাইরাল অনলাইন পোর্টালের খবরের তুলনা দেখুন--
পাশাপাশি অনেক সার্চ করেও এই অভিনেত্রীর ইসলাম গ্রহণের কোন খবর পাওয়া যায়নি।
সুতরাং বিভ্রান্তিকর শিরোনামে ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী সাই পল্লবীর ইসলাম গ্রহণের ভুয়া খবর প্রচার করা হচ্ছে অনলাইন পোর্টালগুলোতে।