সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজে অখ্যাত অনলাইন পোর্টালের একটি লিংক পোস্ট করে বলা হচ্ছে, এবারের ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ ডিসেম্বর 'Sanarbangla Sports' নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করে বলা হয়, "চরম দুঃসংবাদঃ বিশ্বকাপ জয়ের আমেজ শেষ হতে না হতেই, নিরবে না ফেরার দেশে চলে গেলেন ডি-মারিয়া"। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ পোস্টটিতে দাবি করা হয়েছে, আর্জেন্টাইন ফুটবলার আনহেল ডি মারিয়া মৃত্যুবরণ করেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি ভিত্তিহীন। পোস্টের ক্যাপশনে ও লিংকের শিরোনামে আর্জেন্টাইন ফুটবলার আনহেল ডি মারিয়ার মৃত্যুর কথা লেখা হলেও খবরের বিষয়বস্তু ভিন্ন।
পোস্টের সাথে যুক্ত সংবাদের লিংকে ঢুকে দেখা যায়, sanarbangla.com নামের একটি অখ্যাত অনলাইন পোর্টালে গত ২৮ ডিসেম্বর 'চরম দুঃসংবাদঃ বিশ্বকাপ জয়ের আমেজ শেষ হতে না হতেই, নিরবে না ফেরার দেশে চলে গেলেন ডি-মারিয়া' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটির শিরোনামে ডি মারিয়ার মৃত্যুর কথা লিখা হলেও মূল খবরের অংশে কোথাও তাঁর মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ সংবাদটিতে কোথাও আনহেল ডি'মারিয়ার মৃত্যুর ব্যাপারে কিছু লেখা হয়নি। বরং সংবাদে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির মত ডি মারিয়াও আরো কিছুদিন জাতীয় দলে খেলবেন বলে তাঁর অভিমতের কথা জানানো হয়েছে।
এদিকে নানাভাবে কি-ওয়ার্ড সার্চ করে কোন গণমাধ্যমে আর্জেন্টিনার ফুটবলার ডি মারিয়ার মারা যাওয়া সংক্রান্ত কোন খবর খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের মৃত্যু হলে গণমাধ্যমে খবর হওয়ার কথা।
এছাড়া ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা বা আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশন-এএফএ এর ওয়েবসাইট এবং সংস্থা দুটির ফেসবুক ও টুইটার পেজেও ডি মারিয়ার মৃত্যুর কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়ার মৃত্যুর ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।