HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধের বিভ্রান্তিকর তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করা হয়নি, তবে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ থাকবে এবং জরুরী সেবা চালু থাকবে।

By - Ummay Ammara Eva | 14 Aug 2024 6:15 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এখানে

৫ ঘন্টা আগে 'Low Cost Tour Bangladesh (LCTB)' নামের একটি ফেসবুক গ্রুপে 'Shihab Hossain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "অনির্দিষ্ট কালের জন্য 🇺🇸 USA এম্বাসি 🇺🇸 বন্ধ ঘোষণা করা হলো!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়নি বরং দূতাবাসটির আপাতত নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে তবে গুরুত্বপূর্ণ বা জরুরী সেবাগুলো চালু থাকবে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে দূতাবাসটির ফেসবুক পেজে গত ১৪ আগস্ট করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটিতে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ থাকবে। কারো যদি ভিসার জন্য এপয়েন্টমেন্ট থাকে, সেটার জন্য পরবর্তী নির্দেশনা আসার আগপর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। তবে, শর্তসাপেক্ষে বিশেষ প্রয়োজনে এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগের জন্য একটি ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়েছে। অর্থাৎ বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এখনো সেবা চালু রেখেছে দূতাবাসটি। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


পোস্টে যুক্ত লিঙ্কে প্রবেশ করে দেখা যায়, চিকিৎসা, অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়া, আত্মীয়ের শেষকৃত্য এবং যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সেবা প্রদান করবে দূতাবাস। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে গিয়েও একই তথ্য দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ হয়ে যাওয়ার দাবিটি পুরো সঠিক নয়। দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা আপাতত বন্ধ রাখা হলেও জরুরী সেবা চালু আছে। এছাড়া, দূতাবাসও বন্ধ ঘোষণা করা হয়নি।

সুতরাং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।

Related Stories