সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি-তে "রোড এক্সিডেন্টে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এর মৃত্যু" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১শে মার্চ 'মোঃ রাহাত চৌধুরী' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক গ্রুপে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "আলহামদুলিল্লাহ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পাদিত। বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি'র ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এছাড়াও আলোচ্য ফটোকার্ডটি আরটিভি'র তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ (২১ শে মার্চ) অনুযায়ী আরটিভি'র ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে এই সংশ্লিষ্ট কোনো খবরের ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি সার্চ করে আরটিভি সহ কোনো গণমাধ্যমের কোনো সংস্করণেই আলোচ্য দাবি সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
গণমাধ্যমটির পেজে গত ২১শে মার্চ প্রকাশিত ফটোকার্ডগুলোর পিডিএফ ভার্শন দেখুন-
এছাড়াও ফেসবুকে প্রচারিত ফটোকার্ডের সাথে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজের অন্যান্য ফটোকার্ডের সাথে তারিখ লেখার ধরণ, ফন্ট এবং ছবির প্লেসমেন্টে অমিল পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া মূল ফটোকার্ড (ডানে) এর পাশাপাশি তুলনা দেখুন--
এদিকে আরটি'র ভেরিফাইড ফেসবুক পেজে আজ ২৪শে মার্চ আলোচ্য ফটোকার্ডটির বিষয়ে 'এটি আরটিভির তৈরি করা নয় (ভুয়া সংবাদ)' বলে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি আরটিভির ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরটিভির ফটোকার্ড ফরম্যাট সম্পাদনা করে বাংলাদেশের সেনাপ্রধানের মৃত্যুর ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।