HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাকিস্তানি গায়িকার ছবিকে বাংলাদেশি হাফেজার বলে দাবি

পাকিস্তানি গায়িকা গুল পানরা'র উমরাহ্‌ পালনের ছবিকে বাংলাদেশি "কোরানে হাফেজ" দাবি করে বিভ্রান্তিকর প্রচার

By - Md Abdullah Khan | 2 Jun 2021 12:50 PM IST

সামাজিক মাধ্যমে মুসলমানদের তীর্থস্থান সৌদি আরবের পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়ানো এক তরুণীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে তিনি বিশ্বের সেরা "কোরানে হাফেজ" এবং বাংলাদেশি। দেখুন এমন কিছু পোস্টের লিংক দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে, এখানে, এখানে

'Farhana Islam' নামের একটি ফেসবুক পেজ থেকে ২০২০ সালের ৬ মার্চ ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "বিশ্বের সেরা কোরানে হাফেজ ♥ বাংলাদেশী মেয়ে জানি এদেরকে কেউ শোয়ার দিবে না 😓"। পোস্টটিতে ৫ হাজারের বেশি মানুষ রিয়েক্ট করেছে এবং শেয়ার করা হয়েছে ৬০ হাজারেরও বেশিবার। এছাড়া, ২০২০ সাল থেকে পোস্টটি টানা শেয়ার করা হয়েছে বিভিন্ন আইডি,পেজ ও গ্রুপে।

আর্কাইভ লিংক দেখুন এখানে



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবির সাথে করা দাবিটি বিভ্রান্তিকর। মূলত, পাকিস্তানি গায়িকা গুল পানরা'র ছবিকে কুরআনে হাফেজা বাংলাদেশি মেয়ে হিসেবে প্রচার করা হচ্ছে ৷ 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Style.pk নামের একটি পাকিস্তানি ফ্যাশন বিষয়ক ওয়েবসাইটে "Singer Gul Panra Performed Umrah" শিরোনামে একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন অনুসারে, গায়িকা গুল পানরা উমরাহ্‌ পালন করতে গিয়েছিলেন এবং এই ছবিটি সে সময়ে তোলা।। যদিও প্রতিবেদনটিতে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। 

প্রতিবেদনটি দেখুন এখানে। 

বিস্তারিত সার্চের পর গুল পানরা'র অফিশিয়াল ভেরিফাইড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ২০১৮ সালের ২৯ মার্চ ছবিটি পোস্ট করা হয়েছে। একই বছরের ৩১ মার্চ উমরাহ পালনের আরও একটি ছবি পোস্ট করা হয় তাঁর ইন্সটাগ্রামে

প্রসঙ্গত, "Coke Studion Season 8" খ্যাত গুল পানরা পশতু ভাষার একজন জনপ্রিয় সংগীতশিল্পি।

সুতরাং,পাকিস্তানি সংগীতশিল্পির উমরাহ্‌ পালনের ছবিকে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশি মেয়ের বলে দাবি করা হচ্ছে।

Tags:

Related Stories